Ajker Patrika

বিষপানে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০: ৫১
বিষপানে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা

বগুড়ার শেরপুর উপজেলায় ঋণের চাপে বিষপান পান করে নূর আলম (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বুধবার দুপুরে বিষপান করেন নূর আলম। 

নূর আলম উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় দুগ্ধ ব্যবসায়ী। 

জানা যায়, নূর আলম দুই বছর আগে কিছু টাকা ঋণ করে ধান কেনাবেচার ব্যবসায় শুরু করে। করোনা কবলে পড়ে তিনি ক্ষতিগ্রস্ত হন। পাওনাদারদের ঋণও শোধ করতে পারেননি। দেড় বছর ধরে তিনি কোনো কাজ না করেই বাড়িতে বসে ছিলেন। ফলে পাওনাদারদের চাপে মানসিক যন্ত্রণায় বুধবার বিষপান করেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নূর আলমের বাবা আব্দুর রহমান। 

জানতে চাইলে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, নূর আলমের ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত