Ajker Patrika

যুবলীগ নেতার গুদাম থেকে জব্দ ১১২৪ বস্তা চাল উধাও, মামলায় আসামি অজ্ঞাতনামা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ২৩: ১৬
যুবলীগ নেতার গুদাম থেকে জব্দ ১১২৪ বস্তা চাল উধাও, মামলায় আসামি অজ্ঞাতনামা

বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত ১ হাজার ১২৪ বস্তা চাল উধাওয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান। 

গতকাল বৃহস্পতিবার রাতে সারিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর বিকেলে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম উপজেলার কালিতলা বাগবেড় এলাকায় বগুড়া জেলা প্রশাসনের শাহাদত হোসেন নামে স্থানীয় এক যুবলীগ নেতার গুদামে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মজুত করা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করেন। পরে চালসহ গুদাম সিলগালা করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের হেফাজতে দেওয়া হয়। সেখানে এখন রয়েছে মাত্র ৬ বস্তা চাল। ১ হাজার ১২৪ বস্তাই উধাও! 

এ দিকে সিলগালা করা গুদাম থেকে চাল সরানোর ঘটনা ছড়িয়ে পড়লে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সিলগালা খুলে মাত্র ৬ বস্তা চাল পড়ে থাকতে দেখেন। 
 
এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা গুদাম থেকে ১ হাজার ১২৪ বস্তা সরকারি চাল চুরির অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। চাল চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত