প্রতিনিধি, পাবনা
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সদরের নাজিরপুর ও আতাইকুলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান।
নিহতরা হলেন-সদর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত চেরু বিশ্বাসের ছেলে আজমত বিশ্বাস (৪৫) ও আতাইকুলার চড়াডাঙ্গা গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে ফরমান আলী (১২)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পাবনা-ঈশ্বরদী সড়কের নাজিরপুর শহীদ নজরুল ইসলাম হাবু উচ্চ বিদ্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কৃষক আজমত সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় পাবনার দিক থেকে ঈশ্বরদী অভিমুখী দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
অপরদিকে, রাত আটটার দিকে সুজানগর থেকে সিএনজি চালিত অটোরিকশায় চড়াডাঙ্গা যাওয়ার পথে তারাবাড়িয়া বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে তিনজন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশু ফরমানকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে উভয় পরিবারের কেউ আমাদের থানায় কোন অভিযোগ দেয়নি। মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সদরের নাজিরপুর ও আতাইকুলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান।
নিহতরা হলেন-সদর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত চেরু বিশ্বাসের ছেলে আজমত বিশ্বাস (৪৫) ও আতাইকুলার চড়াডাঙ্গা গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে ফরমান আলী (১২)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পাবনা-ঈশ্বরদী সড়কের নাজিরপুর শহীদ নজরুল ইসলাম হাবু উচ্চ বিদ্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কৃষক আজমত সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় পাবনার দিক থেকে ঈশ্বরদী অভিমুখী দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
অপরদিকে, রাত আটটার দিকে সুজানগর থেকে সিএনজি চালিত অটোরিকশায় চড়াডাঙ্গা যাওয়ার পথে তারাবাড়িয়া বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে তিনজন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশু ফরমানকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে উভয় পরিবারের কেউ আমাদের থানায় কোন অভিযোগ দেয়নি। মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
২০ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
২৭ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
৩৬ মিনিট আগে