ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে রেললাইন থেকে এক ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের উমিরপুর এলাকার ঈশ্বরদী-খুলনা রেললাইনের ওপর থেকে দেহ ও মাথা উদ্ধার করে রেলপুলিশ।
নিহত ব্যক্তির নাম বাদশা হোসেন (৫৫)। তিনি উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের মৃত দেলওয়ার হোসেনের ছেলে। যুক্তিতলার কাদেরের মোড়ে ‘মিঠুন স্টোর’ নামে তাঁর একটি মুদিদোকান রয়েছে। তিনি জমি কেনাবেচার কাজেও জড়িত ছিলেন।
নিহতের পরিবারের দাবি, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা হত্যা করে রেললাইনে ফেলে আত্মহত্যা বলে প্রচার চালানোর চেষ্টা করছে।’
নিহতের ছেলে মিঠুন হোসেন গণমাধ্যমকে বলেন, ‘গতকাল রাত ৮টার কিছুপর কে বা কারা দোকান থেকে বাবাকে ডেকে নিয়ে যায়। এর কিছুপর রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতস্থান থেকে বাবা তার মোবাইল থেকে জানায়, চোখ বেঁধে তাকে কোথাও যেন নিয়ে যাওয়া হচ্ছে। এরপর মোবাইলের লাইনটি কেটে যায়।’ মিঠুন জানান, তিনি দ্রুত ঈশ্বরদী থানায় গিয়ে পুলিশকে জানান। পরে পরিবারের লোক ও আত্মীয়স্বজনেরা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির সময় উমিরপুর রেললাইনের পাশে মোবাইলের আলো জ্বলতে দেখেন। পরে সেখানে গিয়ে মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখেন। একই সঙ্গে রেললাইনের কিছু দূরে ক্ষতবিক্ষত অবস্থায় মাথাটি পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন মরদেহটি বাদশা হোসেনের।
মিঠুনের দাবি, মোবাইলে ডাকার পর দুর্বৃত্তরা তাঁর বাবাকে অটোরিকশায় তুলে নিয়ে যায় এবং পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনে ওপর ফেলে রাখে আত্মহত্যা হিসেবে প্রচারের জন্য।
এদিকে বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করেছে ঈশ্বরদী থানা-পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ঘটনার আগেই নিহতের ছেলে থানা এসেছিল অভিযোগ জানাতে। এরপর রেললাইনের ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে তিনি রাতেই এলাকাটি পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বিষয়টি নিয়ে রেল পুলিশের পাশাপাশি ঈশ্বরদী থানা ছায়াতদন্ত করছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য আজ মরদেহটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে রেললাইন থেকে এক ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের উমিরপুর এলাকার ঈশ্বরদী-খুলনা রেললাইনের ওপর থেকে দেহ ও মাথা উদ্ধার করে রেলপুলিশ।
নিহত ব্যক্তির নাম বাদশা হোসেন (৫৫)। তিনি উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের মৃত দেলওয়ার হোসেনের ছেলে। যুক্তিতলার কাদেরের মোড়ে ‘মিঠুন স্টোর’ নামে তাঁর একটি মুদিদোকান রয়েছে। তিনি জমি কেনাবেচার কাজেও জড়িত ছিলেন।
নিহতের পরিবারের দাবি, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা হত্যা করে রেললাইনে ফেলে আত্মহত্যা বলে প্রচার চালানোর চেষ্টা করছে।’
নিহতের ছেলে মিঠুন হোসেন গণমাধ্যমকে বলেন, ‘গতকাল রাত ৮টার কিছুপর কে বা কারা দোকান থেকে বাবাকে ডেকে নিয়ে যায়। এর কিছুপর রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতস্থান থেকে বাবা তার মোবাইল থেকে জানায়, চোখ বেঁধে তাকে কোথাও যেন নিয়ে যাওয়া হচ্ছে। এরপর মোবাইলের লাইনটি কেটে যায়।’ মিঠুন জানান, তিনি দ্রুত ঈশ্বরদী থানায় গিয়ে পুলিশকে জানান। পরে পরিবারের লোক ও আত্মীয়স্বজনেরা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির সময় উমিরপুর রেললাইনের পাশে মোবাইলের আলো জ্বলতে দেখেন। পরে সেখানে গিয়ে মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখেন। একই সঙ্গে রেললাইনের কিছু দূরে ক্ষতবিক্ষত অবস্থায় মাথাটি পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন মরদেহটি বাদশা হোসেনের।
মিঠুনের দাবি, মোবাইলে ডাকার পর দুর্বৃত্তরা তাঁর বাবাকে অটোরিকশায় তুলে নিয়ে যায় এবং পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনে ওপর ফেলে রাখে আত্মহত্যা হিসেবে প্রচারের জন্য।
এদিকে বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করেছে ঈশ্বরদী থানা-পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ঘটনার আগেই নিহতের ছেলে থানা এসেছিল অভিযোগ জানাতে। এরপর রেললাইনের ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে তিনি রাতেই এলাকাটি পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বিষয়টি নিয়ে রেল পুলিশের পাশাপাশি ঈশ্বরদী থানা ছায়াতদন্ত করছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য আজ মরদেহটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম কারামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। পরে পরিবারের সদস্যদের সঙ্গে চলে গেছেন।
২৮ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুজন হলেন সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়ার জমসের ফকির (৬৫) ও তাঁর ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)। আজ মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।
১ ঘণ্টা আগেচাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন কোভিড-১৯ প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য অধিদপ্তরের সব গেটে তালা লাগিয়ে দেন। এতে অধিদপ্তরের কর্মকর্তারা ভবনে অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে জানা গেছে। বিক্ষুব্ধরা গত রোববার থেকে অধিদপ্তরের সামনে কর্মসূচি পালন
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। দোকানে টাকা ভাংতি করা নিয়ে বাগ্বিতণ্ডা থেকে এই সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম আজিজ মিয়া (৫২)। তিনি বাড্ডা গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। তাঁকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। আজ মঙ্গলবার
১ ঘণ্টা আগে