লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদ ও বিদ্যালয়টির পূর্বের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুম্মা উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বিদ্যালয়টির পূর্বের নাম চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। যা পরিবর্তন করে সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন—ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন আলী, গৌরীপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী, চামটিয়া ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি সভাপতি মো. শাহজাহান আলী, ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিজানুর রহমান বাচ্চু, পদ্মা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মো. রাজিব হোসেন প্রমুখ।
পদ্মা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. রাজিব হোসেন বলেন, ‘সরকারিভাবে নেতিবাচক ভাবার্থ থাকা ও শ্রুতিকটু নাম পরিবর্তনের কথা বলা হলেও চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামটি কোনোভাবে তেমন নয়।’
মো. রাজিব হোসেন আরও বলেন, ‘১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির নাম পরিবর্তনের জন্য লিখিত মতামত চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটি নাম পরিবর্তন না করার জন্য রেজুলেশন আকারে শিক্ষা কর্মকর্তাকে জানান। কিন্তু সবার মতামতকে অগ্রাহ্য করে নাম পাল্টে সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। এ নাম বিদ্যালয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা অবিলম্বে চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামটি পুনর্বহালের দাবি জানাচ্ছি।’
২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী বলেন, ‘আমরা কেউ জানতে পারি নাই চামটিয়া প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।’ বিদ্যালয়টির নাম বিনা কারণে পরিবর্তন করা হয়েছে বলে তিনি দাবি করেন। শত বছরের ঐতিহ্যবাহী দুটি গ্রাম চামটিয়া ও ভাটপাড়া। এভাবে হঠাৎ করে দুই গ্রামের নামে এই বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় উভয় গ্রামের মানুষ হতাশ হয়েছে। বিদ্যালয়টির নাম পুনর্বহাল করার দাবি জানান তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাজান আলী বলেন, গত ১৯ জানুয়ারি ২০২৩ প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে একটি পরিপত্র জারি হয়। যার পরিপ্রেক্ষিতে গত ৪ ডিসেম্বর ২০২৩ বিদ্যালয় পরিচালনা কমিটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করতে চাই না মর্মে একটি রেজুলেশন উপজেলা শিক্ষা অফিসারের কাছে জমা দেওয়া হয়।
শাহাজান আলী আরও বলেন, ‘রেজুলেশন জমা দেওয়ার পরও গত ৩ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-২ শাখা অনুযায়ী আমাদের বিদ্যালয়ের নাম চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবর্তন করে সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিপত্র জারি করে। যেহেতু আমরা পাশাপাশি দুই গ্রামের মানুষসহ বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ নাম পরিবর্তন চাই না, তাই বিদ্যালয়ের পূর্বের নামটি বহাল রাখার জন্য জোর দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসনুভা আলমের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, ‘আমরা শুধুমাত্র চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলাম। কিন্তু চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ছয়টি বিদ্যালয়ের নাম কীভাবে পরিবর্তন হলো তা আমার জানা নেই।’
নাটোরের লালপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদ ও বিদ্যালয়টির পূর্বের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুম্মা উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বিদ্যালয়টির পূর্বের নাম চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। যা পরিবর্তন করে সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন—ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন আলী, গৌরীপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী, চামটিয়া ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি সভাপতি মো. শাহজাহান আলী, ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিজানুর রহমান বাচ্চু, পদ্মা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মো. রাজিব হোসেন প্রমুখ।
পদ্মা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. রাজিব হোসেন বলেন, ‘সরকারিভাবে নেতিবাচক ভাবার্থ থাকা ও শ্রুতিকটু নাম পরিবর্তনের কথা বলা হলেও চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামটি কোনোভাবে তেমন নয়।’
মো. রাজিব হোসেন আরও বলেন, ‘১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির নাম পরিবর্তনের জন্য লিখিত মতামত চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটি নাম পরিবর্তন না করার জন্য রেজুলেশন আকারে শিক্ষা কর্মকর্তাকে জানান। কিন্তু সবার মতামতকে অগ্রাহ্য করে নাম পাল্টে সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। এ নাম বিদ্যালয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা অবিলম্বে চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামটি পুনর্বহালের দাবি জানাচ্ছি।’
২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী বলেন, ‘আমরা কেউ জানতে পারি নাই চামটিয়া প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।’ বিদ্যালয়টির নাম বিনা কারণে পরিবর্তন করা হয়েছে বলে তিনি দাবি করেন। শত বছরের ঐতিহ্যবাহী দুটি গ্রাম চামটিয়া ও ভাটপাড়া। এভাবে হঠাৎ করে দুই গ্রামের নামে এই বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় উভয় গ্রামের মানুষ হতাশ হয়েছে। বিদ্যালয়টির নাম পুনর্বহাল করার দাবি জানান তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাজান আলী বলেন, গত ১৯ জানুয়ারি ২০২৩ প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে একটি পরিপত্র জারি হয়। যার পরিপ্রেক্ষিতে গত ৪ ডিসেম্বর ২০২৩ বিদ্যালয় পরিচালনা কমিটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করতে চাই না মর্মে একটি রেজুলেশন উপজেলা শিক্ষা অফিসারের কাছে জমা দেওয়া হয়।
শাহাজান আলী আরও বলেন, ‘রেজুলেশন জমা দেওয়ার পরও গত ৩ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-২ শাখা অনুযায়ী আমাদের বিদ্যালয়ের নাম চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবর্তন করে সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিপত্র জারি করে। যেহেতু আমরা পাশাপাশি দুই গ্রামের মানুষসহ বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ নাম পরিবর্তন চাই না, তাই বিদ্যালয়ের পূর্বের নামটি বহাল রাখার জন্য জোর দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসনুভা আলমের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, ‘আমরা শুধুমাত্র চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলাম। কিন্তু চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ছয়টি বিদ্যালয়ের নাম কীভাবে পরিবর্তন হলো তা আমার জানা নেই।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে