Ajker Patrika

লালপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

লালপুর (নাটোর) প্রতিনিধি
Thumbnail image

নাটোরের লালপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকাসহ সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রেল কর্তৃপক্ষ বলছে, যত দ্রুত সম্ভব উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। এ ঘটনার তদন্তে কমিটি করা হয়েছে।

আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর রেলওয়ে স্টেশন হতে ৩০০ গজ পশ্চিমে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার দুপুর পৌনে ১টার দিকে স্টেশনে ঢোকার আগে ৩০০ গজ পশ্চিমে দিনাজপুর থেকে ঢাকাগামী (এমজি/বিসি ঢাকা) মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের গার্ডের বগিসহ শেষের তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়ায় সারা দেশের সঙ্গে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে লাইনচ্যুত ট্রেনটি ওই তিনটি বগি রেখে মাঝগ্রাম স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে।’

পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ বীরবল মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে ঈশ্বরদী লোকশেড থেকে রিলিফ ট্রেন একটি ইঞ্জিন নিয়ে লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধারের জন্য আব্দুলপুর স্টেশনে পৌঁছেছে। যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।’

বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ‘ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। কী কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও অবহেলা উঠে আসলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত