Ajker Patrika

নওগাঁয় কারাগারে হাজতির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ১৫
নওগাঁয় কারাগারে হাজতির মৃত্যু

নওগাঁয় কারাগারে বাদশাহ প্রামাণিক (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে নওগাঁর জেল সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল শনিবার রাতে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওই হাজতিকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাত ৮টার দিকে বিকে প্রচণ্ড ব্যথায় জেলা কারাগারের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। 

নিহত বাদশাহ প্রামাণিক নওগাঁ সদর উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা। তিনি গত বছরের ১৮ ডিসেম্বর থেকে মাদক মামলায় কারাগারে ছিলেন। 

জেল সুপার নজরুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে বাদশাহ স্বাভাবিক অবস্থায় ছিলেন। হঠাৎ কারাগারের ভেতরে অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেললে রাতেই তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যু স্বাভাবিক দাবি করে নজরুল ইসলাম আরও বলেন, ‘এ দিয়ে তিনবার মাদক মামলায় কারাগারে এসেছেন বাদশাহ। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তাঁকে জরুরি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কমতি ছিল না। ময়নাতদন্ত শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’ 

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়েছে। নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত