Ajker Patrika

ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর ও নাতি গ্রেপ্তার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৭: ০৭
Thumbnail image

জয়পুরহাটের পাঁচবিবিতে বড় ভাইয়ের বউকে ধর্ষণের অভিযোগে দেবর ও নাতিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার লকনাহার গ্রামের মৃত খাজের আলীর ছেলে করিম হোসেন দুদু (৬০) ও আব্দুল ওয়াহেদের ছেলে সাব্বির হোসেন (২৭)।

মামলা সূত্রে জানা যায়, দুই বছর  আগে ওই গৃহবধূর স্বামী মারা যাওয়ার পর থেকে ছোট একটি মেয়েকে নিয়ে বাড়িতে একাই  বসবাস করতেন। এই সুযোগে গত ৩ মার্চ রাতে দেবর দুদু নাতি সাব্বিরের সহযোগিতায় গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর বিয়ের প্রলোভনেও একাধিকবার ধর্ষণে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হন গৃহবধূটি। বিয়ের কথা বলতে গেলে ভাবিকে হত্যার হুমকি দেন দেবর ও নাতি। অসহায় গৃহবধূ সন্তানের পিতৃপরিচয় ও জীবনের নিরাপত্তায় গত শনিবার রাতে থানায় ধর্ষণ মামলা করেন।

ভুক্তভোগী নারী করিম হোসেন দুদুর বড় ভাইয়ের দ্বিতীয় স্ত্রী। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায়  আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত