Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসলে নেমে ইয়াসিন আলী নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা হাসপাতালের সামনে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু পৌর এলাকার শাহীবাগ মহল্লার মৃত দুরুল হোদার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, বেলা সাড়ে ১১টার দিকে ইয়াসিনসহ তাঁর তিন বন্ধু নদীতে গোসলে নামে। এ সময় ডুব দিয়ে ইয়াসিন পানির নিচে তলিয়ে গেলে অপর দুই বন্ধু খোঁজাখুঁজি করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

নিহত শিশুর মা তাসলিমা বেগম ছবি আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হয় ইয়াসিন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা হাসপাতালে মরদেহ দেখে আমাকে খবর দেয়। এসে দেখলাম আমার ইয়াসিন মারা গেছে।’

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে জানান, নিখোঁজের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যেই আমাদের উদ্ধারকারী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ২০ মিনিট চেষ্টার পর একই স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মরদেহ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত