Ajker Patrika

বগুড়ায় অবৈধভাবে পানি উৎপাদন করায় লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় অবৈধভাবে পানি উৎপাদন করায় লাখ টাকা জরিমানা

গুণগত মানের তোয়াক্কা না করে বগুড়ায় অবৈধভাবে পানি উৎপাদন ও বিক্রির অভিযোগে মেসার্স জমজম ড্রিংকিং ওয়াটার নামে এক প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার সাবগ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা বিএসটিআই। 

এ সময় সহযোগিতায় ছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) বগুড়া কার্যালয়। অর্থদণ্ডপ্রাপ্ত মালিকের নাম মমিন ইসলাম (৩০)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার আবু বক্করের ছেলে। 

জানা গেছে, বিএসটিআই এর গুণগত সনদ না নিয়ে মেসার্স জমজম ড্রিংকিং ওয়াটার অবৈধভাবে পানি উৎপাদন ও বিক্রি করছিল। এ ছাড়াও প্রতিষ্ঠানটি প্রশাসনের নজরদারি ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সন্ধ্যায় ও রাতে অবৈধ ও অস্বাস্থ্যকর পণ্য তৈরি করে আসছিল। এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে বিএসটিআই সেখানে যৌথভাবে অভিযান পরিচালনা করে। 

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালতে রিপন বিশ্বাস ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ আইনে অভিযুক্ত প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়াও অস্বাস্থ্যকর খাবার পানির জার, ক্যাপ ধ্বংস করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশনে ছিলেন বিএসটিআইয়ের কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ। তিনি বলেন, অভিযানে পাওয়া অস্বাস্থ্যকর অবস্থায় উৎপাদিত ১৬টি পানি জার এবং চার হাজার পিচ ক্যাপ ধ্বংস করা হয়েছে। 

অভিযানে এনএসআই এর জেলা কর্মকর্তা এবং বগুড়া র্যাব ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত