Ajker Patrika

সিরাজগঞ্জে বাড়িতে লুটের সময় তরুণ আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১৭: ২৩
সিরাজগঞ্জে বাড়িতে লুটের সময় তরুণ আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়িঘর থেকে মালামাল লুটের সময় ইমরান নামে (১৯) এক তরুণকে আটক করেছেন আনসার সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্ররা।

গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাওয়াক মহল্লা থেকে তাঁকে আটক করা হয়। আটক ইমরান উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক দক্ষিণপাড়া মহল্লার আব্দুল সাত্তারের ছেলে।

উল্লাপাড়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল বশির বলেন, ‘রাতে উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক দক্ষিণপাড়া মহল্লায় বিভিন্ন বাড়ি থেকে টাকা পয়সা, স্বর্ণ-অলংকার ও মালামাল লুট করা হচ্ছে—এমন খবর আসে আমাদের কাছে। খবর পেয়ে ওই মহল্লার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বিষয়টি জানাই। পরে ছাত্র ও স্থানীয়দের সঙ্গে নিয়ে ডাকাতি করতে আসা তরুণদের ধাওয়া করি। এ সময় ইমরান নামে এক তরুণকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। আটক ইমরান উল্লাপাড়া থানায় আনসার সদস্যদের হেফাজতে রয়েছে।’

আনসার কর্মকর্তা আরও জানান, আটক ইমরান জানিয়েছেন, তিনিসহ রানা, তন্ময়, সোহেল রানা মোকদোম, হাসান নামে ছয় তরুণ এই কাজে জড়িত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত