Ajker Patrika

শিবগঞ্জে যুবদল নেতার বাড়িতে পেট্রল বোমা হামলা: নাগরিক ঐক্যের ৯ নেতা-কর্মীর নামে মামলা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রনি মিয়ার বাড়িতে হাত বোমা ও পেট্রল বোমা হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে নাগরিক ঐক্যের ৯ নেতা-কর্মীর পাশাপাশি অজ্ঞাতনামা ৭ জনকে আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে যুবদল নেতা রনি বাদী হয়ে মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক সৈকত আমিন বিদ্যুৎ, হারুনুর রশিদ, উপজেলা নাগরিক যুব ঐক্য সভাপতি অমিত হাসান, নাগরিক ঐক্যে কর্মী তোফা, সাগর, মোকাররম হোসেন খোকন, পিয়াল ও লিপি বেগম।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান আজ বুধবার বিকেলে জানান, পেট্রল বোমা হামলার ঘটনায় যুবদলের নেতা রনি মিয়া বাদী হয়ে মামলা করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ সদর ইউনিয়নের আব্দুল বাহাপুর গ্রামে যুবদল নেতা রনি মিয়ার বাড়িতে ককটেল, পেট্রল বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রতিবাদে মোকামতলা-জয়পুরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিএনপি নেতা-কর্মীরা। এর পর থেকেই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে শিবগঞ্জ উপজেলা বিএনপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব ‘বিক্রি’ করবেন ট্রাম্প

চীন সফর ও নতুন দলে থাকা নিয়ে আলোচনা, যা জানালেন জোনায়েদ ও রিফাত

নতুন ছাত্রসংগঠন ঘোষণার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধীদের সংঘর্ষ

সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ আজ বিকেলে, থাকছেন যাঁরা

প্রতিপক্ষের হামলায় শেরপুরে বিএনপি নেতা নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত