Ajker Patrika

বড়াইগ্রামে ৭ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ, বিক্রেতার জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১: ৫২
বড়াইগ্রামে ৭ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ, বিক্রেতার জরিমানা

নাটোরের বড়াইগ্রামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকার ভেজাল সার ও কীটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও বাজারে সোলায়মান মুন্সির দোকানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রাসেল এই আদালত পরিচালনা করেন। এই অভিযানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও বড়াইগ্রাম থানার পুলিশ।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চলমান ভেজাল সার-কীটনাশকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাঝগাঁও বাজারে অভিযান চালানো হয়। এ সময় সোলায়মান মুন্সির দোকানে অভিযান চালিয়ে নিবন্ধনহীন প্রতিষ্ঠানে প্রস্তুতকৃত ২৯২ কার্টন সার ও বালাইনাশক জব্দ করা হয়, যার আনুমানিক ওজন তিন টন। প্যাকেটের গায়ের মূল্য অনুযায়ী দাম প্রায় ৭ লাখ টাকা।

তিনি আরও জানান, পরে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮ (২) ধারায় রেজিস্ট্রেশনবিহীন সার ও বালাইনাশক মজুত রাখার দায়ে সোলায়মান মুন্সিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নিয়ম অনুযায়ী আটককৃত পণ্য ধ্বংস করা হয়।

ইউএনও আবু রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে। কৃষকের সঙ্গে কোনো ধরনের প্রতারণার সুযোগ নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছাঁটাই নিয়ে টেলিকম খাতে অস্থিরতা

নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে ৩ সেনাপ্রধানসহ রাজনীতিবিদেরা

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ

আশুলিয়া থানার ওসি প্রত্যাহার

ভারতীয় অভিনেত্রীর উন্মুক্ত বক্ষের দৃশ্যকে বাংলাদেশি তরুণীর ধর্ষণবিরোধী প্রতিবাদ বলে প্রচার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত