Ajker Patrika

সন্ত্রাস-অর্থনির্ভর রাজনীতি নয়, আমরা চাই জনমানুষের রাজনীতি: আখতার হোসেন

­­­নওগাঁ প্রতিনিধি
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। ছবি: আজকের পত্রিকা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। ছবি: আজকের পত্রিকা

‘আমরা এমন একটি রাজনীতি গড়তে চাই, যেখানে সন্ত্রাস বা অর্থের প্রভাব থাকবে না। রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে। আজ রোববার সকালে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় নওগাঁর একটি রেস্ট হাউস থেকে এনসিপির নেতা–কর্মীরা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন।

আখতার হোসেন বলেন, ‘ভালো কাজের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু পেশিশক্তি বা অন্তর্দ্বন্দ্বের রাজনীতির কোনো জায়গা আমাদের মধ্যে নেই।’

আখতার হোসেন বলেন, ‘নওগাঁয় এনসিপির সমন্বয় কমিটি গঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বলা হয়েছে। আমরা আশাবাদী, এই অঞ্চল থেকে সাংগঠনিক শক্তি নিয়েই আমরা সামনে এগোব।’

আখতার হোসেন বলেন, ‘গতকাল আমরা যখন পদযাত্রা নিয়ে নওগাঁয় আসি, তখন জনমানুষের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। কিন্তু নওগাঁ শহরের ভেতরের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। নওগাঁ জেলা হিসেবে তার কিছু আলাদা প্রয়োজনের জায়গা রয়েছে, আলাদা সম্ভাবনার জায়গা রয়েছে। এখানকার অবকাঠামোগত উন্নয়ন জরুরি।’

তিনি বলেন, ‘বেকারত্ব দূরীকরণ এবং জীবনমান উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। আমরা আশা করছি, নওগাঁ এনসিপির ঘাঁটি হিসেবে গড়ে উঠবে।’

এনসিপির ডাকে নওগাঁবাসীর সাড়া পাওয়ার কথাও তুলে ধরেন আখতার হোসেন। তিনি বলেন, ‘এনসিপি শুধু তরুণদের দল—এই ধারণা নওগাঁয় এসে আমাদের ভেঙে গেছে। প্রবীণ, মধ্যবয়সী, নারী-পুরুষনির্বিশেষে সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শহীদ পরিবারের সদস্যরাও আমাদের কাছে এসেছেন, এটা আমাদের খুশি করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খানসামায় ১১ বছর আগের ঘটনায় সাবেক জামায়াত নেতার মামলা

‘স্ত্রী পরিচয়ে’ নারীর সঙ্গে রেস্ট হাউসে ওসি, খবর পেয়ে ছাত্রদল নেতার হাঙ্গামা

বিশেষ বিমানে ২৫০ জনকে সীমান্তে এনেছে ভারত, শিগগিরই ‘পুশইন’

হুসাইন (রা.)-এর হত্যার পেছনে দায়ীদের মৃত্যু হয়েছিল যেভাবে

মুরাদনগরের মা, মেয়ে ও ছেলে হত্যাকাণ্ডের হোতা চেয়ারম্যান শিমুল বিল্লাল, নেপথ্যে মাসোহারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত