Ajker Patrika

ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসককে স্মারকলিপি

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৩৩
ট্রেন চালুর দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসককে স্মারকলিপি

সিরাজগঞ্জে ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমরা সিরাজগঞ্জবাসীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ। এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, আইনজীবী রফিক সরকার প্রমুখ। 

বক্তারা বলেন, সিরাজগঞ্জ শহর ছিল রেলের শহর। এখন রেলশূন্য সিরাজগঞ্জ শহর। একটি মাত্র ট্রেন চলাচল করে, তাও এখন বন্ধ। গত ৪ আগস্ট থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচলের দাবি জানাই। তা না হলে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত