পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
২৪ দিন বন্ধ থাকার পর সারা দেশের মতো পাবনাতেও আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে স্বল্প পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল। ঈশ্বরদী জংশন স্টেশন থেকে লোকাল ও কমিউটার ট্রেন ছেড়ে যায়। আগামীকাল বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে।
ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহবুবা শাহীনুর জানান, ভোর ৫টার দিকে ঈশ্বরদী জংশন রেলস্টেশন থেকে ঢাকা অভিমুখে একটি নাইনটি নাইন আপ কমিউটার, সকাল সাতটার দিকে রহনপুর অভিমুখে একটি কমিউটার ট্রেন ছেড়ে যায়। এ ছাড়া রাজশাহী থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী রেলস্টেশন থেকে খুলনা অভিমুখে যাত্রা করে।
এদিকে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে খুলনা যাচ্ছিলেন গৃহবধূ নার্গিস আক্তার। তিনি বলেন, ‘রাজশাহীতে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ছাত্র আন্দোলনে আটকা পড়েছিলাম। অবশেষে আজ স্বামীর বাড়িতে ফিরছি। ওখানে আমার স্বামী-শ্বশুররা বাড়িতে একা খুব সমস্যার মধ্যে ছিল।’
কথা হয় ট্রেন যাত্রী সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এত দিন ট্রেন বন্ধ থাকায় খুব সমস্যা হয়েছে যাতায়াতে। আমি সচরাচর ট্রেনে চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আশা করি সব সংকট কাটিয়ে ট্রেন আবার আগের মতো সব চলবে।’
পাকশি পশ্চিমাঞ্চল বিভাগ কার্যালয় সূত্র জানায়, এই বিভাগীয় রেলপথের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে ১১ জোড়া লোকাল, কমিউটার ট্রেন চলাচল শুরু হয়।
২৪ দিন বন্ধ থাকার পর সারা দেশের মতো পাবনাতেও আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে স্বল্প পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল। ঈশ্বরদী জংশন স্টেশন থেকে লোকাল ও কমিউটার ট্রেন ছেড়ে যায়। আগামীকাল বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে।
ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহবুবা শাহীনুর জানান, ভোর ৫টার দিকে ঈশ্বরদী জংশন রেলস্টেশন থেকে ঢাকা অভিমুখে একটি নাইনটি নাইন আপ কমিউটার, সকাল সাতটার দিকে রহনপুর অভিমুখে একটি কমিউটার ট্রেন ছেড়ে যায়। এ ছাড়া রাজশাহী থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী রেলস্টেশন থেকে খুলনা অভিমুখে যাত্রা করে।
এদিকে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে খুলনা যাচ্ছিলেন গৃহবধূ নার্গিস আক্তার। তিনি বলেন, ‘রাজশাহীতে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ছাত্র আন্দোলনে আটকা পড়েছিলাম। অবশেষে আজ স্বামীর বাড়িতে ফিরছি। ওখানে আমার স্বামী-শ্বশুররা বাড়িতে একা খুব সমস্যার মধ্যে ছিল।’
কথা হয় ট্রেন যাত্রী সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এত দিন ট্রেন বন্ধ থাকায় খুব সমস্যা হয়েছে যাতায়াতে। আমি সচরাচর ট্রেনে চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আশা করি সব সংকট কাটিয়ে ট্রেন আবার আগের মতো সব চলবে।’
পাকশি পশ্চিমাঞ্চল বিভাগ কার্যালয় সূত্র জানায়, এই বিভাগীয় রেলপথের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে ১১ জোড়া লোকাল, কমিউটার ট্রেন চলাচল শুরু হয়।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. গোলাম কবির এ রায় দেন।
৩ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বিকেলে রামপুর ৭ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বামনী ব্রিকস ম্যানুফ্যাকচার কোম্পানি (বিবিএমসি) নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।
৫ মিনিট আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যে স্বাধীনতার জন্য জিয়াউর রহমান প্রাণ দিয়েছেন, খালেদা জিয়ার জীবন হুমকির মুখে, তারেক রহমান দেশের বাহিরে—সে গণতন্ত্র আজ হুমকির মুখে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়, দেশের ভৌগোলিক অখণ্ডতা আজ হুমকির মুখে।’
১৩ মিনিট আগেগাভির মালিক নার্গিস আক্তার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের আবু বক্করের স্ত্রী। তাঁর স্বামী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। সরকার পতনের পর তিনি আত্মগোপনে রয়েছেন।
১৫ মিনিট আগে