Ajker Patrika

বগুড়া-৭: দুই লাখ ভোট পাওয়া বাবলু এবার পেলেন ২ হাজার

গনেশ দাস, বগুড়া
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১০: ০৪
Thumbnail image

একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে প্রায় ২ লাখ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাত্র ২ হাজার ৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন তিনি।

এত কম ভোট পাওয়া প্রসঙ্গে রেজাউল করিম বাবলু বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে আমি বিএনপির সমর্থন পেয়ে তাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম। এবারও গাবতলী উপজেলা বিএনপির এক নেতার আশ্বাসে প্রার্থী হয়েছিলাম। সেই নেতা এবার আমার সঙ্গে প্রতারণা করেছে। শিগগিরই সংবাদ সম্মেলন করে সেই নেতার মুখোশ উন্মোচন করব।’

বাবলু আরও বলেন, ‘নির্বাচনে পরাজিত হলেও আমার লোকসান হয়নি। ঘোড়া যে দামে কিনেছিলাম, সেই দামেই বিক্রি করেছি। মাঝে চাবুকটাই আমার লাভ। এতে লোকসান হয়েছে বিএনপির। এই আসনে নৌকার বিজয়ের মধ্য দিয়ে বিএনপির কফিনে শেষ পেরেক বসিয়ে দিল আওয়ামী লীগ।’

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১২ জনকেই তাঁদের জামানত হারাতে হয়েছে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম হেলাল বলেন, ‘২০১৮ সালে বিএনপি ভোট বর্জন করেনি। দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার কারণে রেজাউল করিম বাবলুকে সমর্থন দেওয়া হয়েছিল। কিন্তু এবার বিএনপি ভোট বর্জন করেছে, যার কারণে কোনো প্রার্থীকে আশ্বাস দেওয়ার প্রশ্নই ওঠে না। রেজাউল করিম বাবলু কোন নেতার আশ্বাসে বিএনপির ভোট প্রত্যাশা করেছিলেন, সেটি তাঁর পরিষ্কার করে বলা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত