Ajker Patrika

হাতকড়াসহ পালিয়ে রক্ষা হলো না আসামির

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৩: ১১
হাতকড়াসহ পালিয়ে রক্ষা হলো না আসামির

নাটোরের লালপুরে পুলিশের হাতকড়াসহ মো. শরিফুল ইসলাম (৩১) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার পর আবার পুলিশের অভিযানে ধরা পড়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (আহম্মেদপুর) গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পালানোতে সহায়তার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম কলসনগর গ্রামের মো. হজরত আলী প্রামাণিকের ছেলে। আর পালানোর সময় সহায়তার অভিযোগে গ্রেপ্তারকৃত হোসেনপুর গ্রামের মো. জহুরুল ইসলাম (৪৫) মৃত ইজাহার আলীর ছেলে ও কলসনগর গ্রামের মো. কাচু প্রামাণিক (৪২) মৃত তফেন প্রামাণিকের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় উপপরিদর্শক (এসআই) হিমাদ্রী হালদার ও এএসআই শাহ আলমের নেতৃত্বে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (আহম্মেদপুর) গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মো. শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় মো. জহুরুল ইসলাম ও মো. কাচু প্রামাণিকের নেতৃত্বে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হাতকড়াসহ শরিফুল ইসলামকে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করেন। পরে পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বেআইনিভাবে সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধাদানে পেনাল কোড আইনের ১৪৩, ৩৫৩, ৩৪ ধারার অপরাধে থানায় আরেকটি মামলা হয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় এজাহারনামীয় ছয়জনসহ অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজিব জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরালো অভিযানের নির্দেশ দেওয়া হয়। এতে অল্প সময়ের মধ্যেই তাঁদের গ্রেপ্তার করা হয়। অপরাধীরা কোনোভাবেই পার পাবেন না। পুলিশের দায়িত্ব পালনে জনগণের বাধা প্রদান ও অসহযোগিতা দুঃখজনক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত