Ajker Patrika

রূপপুরের গ্রিনসিটি থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৪: ৫৯
রূপপুরের গ্রিনসিটি থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিনসিটি ভবন থেকে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার সাহাপুরের নতুনহাট এলাকায় গ্রিনসিটি বহুতল আবাসিক ভবনের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই রুশ নাগরিকের নাম কুন আলেকজান্ডার (৩১)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘টেস্ট রোসেম লিমিটেড’ নামের একটি রুশ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে কাজ শেষ করে আলেকজান্ডার তাঁর কক্ষে ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। তবু কক্ষের ভেতর থেকে তাঁর কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় থানার পুলিশকে খবর দেওয়া হয়। দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে কক্ষের ভেতর থেকে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ওই রুশ নাগরিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

বাংলাদেশ মাতিয়ে যাওয়া জার্মান টিকটকার ভারতে আটক

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত