Ajker Patrika

বগুড়ায় ফলবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৫: ০৫
বগুড়ায় ফলবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার 

বগুড়ায় একটি ফলবাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, বাড়ি থেকে ঝগড়া করে বের হয়ে আর ফেরেননি তিনি। পুলিশ বলছে, মরদেহে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। এটি আত্মহত্যা হতে পারে। 

আজ বুধবার সকাল ৯টার দিকে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ওই যুবকের নাম ফেরদৌস প্রামাণিক (৩০)। তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচগ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। ফেরদৌস পেশায় দিনমজুরের কাজ করতেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান। আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকালে স্থানীয় লোকজন ফলবাগানে লুঙ্গি ও টি-শার্ট পরা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই ব্যক্তির ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে।’ 

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে ফেরদৌসের বাবা মোসলেম প্রামাণিক জানিয়েছেন, বাড়িতে ঝগড়া করে মঙ্গলবার বিকেলে তাঁর ছেলে বের হয়ে যান। এরপর আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, পরিবারের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে ফেরদৌস আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’ 

এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা শাহিনুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত