বগুড়া প্রতিনিধি
বগুড়ায় একটি ফলবাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, বাড়ি থেকে ঝগড়া করে বের হয়ে আর ফেরেননি তিনি। পুলিশ বলছে, মরদেহে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। এটি আত্মহত্যা হতে পারে।
আজ বুধবার সকাল ৯টার দিকে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম ফেরদৌস প্রামাণিক (৩০)। তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচগ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। ফেরদৌস পেশায় দিনমজুরের কাজ করতেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান। আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকালে স্থানীয় লোকজন ফলবাগানে লুঙ্গি ও টি-শার্ট পরা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই ব্যক্তির ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে ফেরদৌসের বাবা মোসলেম প্রামাণিক জানিয়েছেন, বাড়িতে ঝগড়া করে মঙ্গলবার বিকেলে তাঁর ছেলে বের হয়ে যান। এরপর আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, পরিবারের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে ফেরদৌস আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’
এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা শাহিনুজ্জামান।
বগুড়ায় একটি ফলবাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, বাড়ি থেকে ঝগড়া করে বের হয়ে আর ফেরেননি তিনি। পুলিশ বলছে, মরদেহে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। এটি আত্মহত্যা হতে পারে।
আজ বুধবার সকাল ৯টার দিকে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম ফেরদৌস প্রামাণিক (৩০)। তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচগ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। ফেরদৌস পেশায় দিনমজুরের কাজ করতেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান। আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকালে স্থানীয় লোকজন ফলবাগানে লুঙ্গি ও টি-শার্ট পরা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওই ব্যক্তির ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে ফেরদৌসের বাবা মোসলেম প্রামাণিক জানিয়েছেন, বাড়িতে ঝগড়া করে মঙ্গলবার বিকেলে তাঁর ছেলে বের হয়ে যান। এরপর আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, পরিবারের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে ফেরদৌস আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’
এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা শাহিনুজ্জামান।
বরিশালের আগৈলঝাড়ার বর্ষা মৌসুমে চলাচল, জীবিকা ও পণ্য পরিবহনের অন্যতম বাহন হচ্ছে নৌকা। বর্ষায় চলাচলের জন্য নৌকা কেনেন নিম্নাঞ্চলের লোকজন। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এলাকার জেলেদের মাছ ধরতে ও যাতায়াতের জন্য ডিঙিনৌকা দরকার হয়। সব মিলিয়ে বর্ষা মৌসুম এলে এখানে বেড়ে যায় নৌকার কদর।
২ মিনিট আগেবগুড়ার শেরপুর উপজেলার পাণ্ডুরা গ্রামে চাচা-ভাতিজার ওপর সংঘবদ্ধ হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোছা. লাবলী খাতুন (৩৮) উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
১৬ মিনিট আগেফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচে এক রোগীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। পুলিশ আজ শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালের ১০ তলা ভবনের ২ নম্বর লিফটের নিচ থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম রাজু মাতুব্বর (৪২)। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত শহীদ মাতুব্বরের ছেলে।
১৭ মিনিট আগেকুমিল্লার হোমনায় চার দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্র ইব্রাহিমের (৬)। সে ১৫ জুলাই দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার কথা থাকলেও চার দিন পরও বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর কোথাও তাকে খুঁজে না পেয়ে বাবা মো. হানিফ মিয়া হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ ইব্রাহিম
২০ মিনিট আগে