নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বলকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় জড়িত যেই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তিনি এই নির্দেশ দেন।
আজ রোববার উপজেলার বনপাড়ায় পৌরসভার কালিকাপুর শশ্বানঘাট এলাকার আহত উজ্জ্বল কুমারের বাড়িতে যান বিএনপির এই নেতা। সেখানে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ওসিকে নির্দেশনার বিষয়টি আহতের স্বজনদের জানান।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘বড়াইগ্রামে যে ছেলেকে নির্যাতন করা হয়েছে, তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠনের নেতা ছিলেন। কিন্ত তাকে বাসা থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনী কাজ। এটা উচিত হয়নি। আমি থানার ওসিকে বলে এসেছি, যে যারা ছেলেটাকে আঘাত করেছে তাদের আমি ঢাকা পৌঁছানোর আগে যেন গ্রেপ্তার করা হয়।’
পরে বিকেলে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি।
সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের সব মত ও পথের মানুষের ন্যায় বিচারের অধিকার নিশ্চিত চায় বিএনপি। বিএনপি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। তাই আর কেউ যেন এই অধিকার থেকে বঞ্চিত না হয়।
রিজভী বলেন, ‘বিএনপির নেতা কর্মীদের আইন হাতে তুলে না নিয়ে সংযত হতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারীর হাতে অপরাধীকে তুলে দেবে বিএনপির কর্মীরা। দলের অনেক নেতা কর্মীকে এই নির্দেশ অমান্য করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ আমরা তো সেই দল না, যারা অন্যায়কে প্রশ্রয় দেব। দলের কেউ ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি করবে না।’
উল্লেখ্য, গত ২০ নভেম্বর নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুরে উজ্জ্বল মণ্ডল (২৫) নামের আওয়ামী লীগের এক সমর্থককে অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশ থেকে তুলে নিয়ে বাজারে প্রকাশ্যে পেটানো হয়। পৌর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ রয়েছে। তাদের মারপিটে প্রায় অজ্ঞান হয়ে পড়লে ওই অবস্থায় তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ আদালতে পাঠালে শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে জামিন দেন বিচারক।
উজ্জ্বলকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় আজকের পত্রিকায় ‘‘শুধু আওয়ামী লীগ সমর্থক বলে’ যুবককে বেধড়ক মারধর, তাঁকেই আটক করল পুলিশ’ নামে সংবাদ প্রকাশিত হয়।
নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বলকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় জড়িত যেই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তিনি এই নির্দেশ দেন।
আজ রোববার উপজেলার বনপাড়ায় পৌরসভার কালিকাপুর শশ্বানঘাট এলাকার আহত উজ্জ্বল কুমারের বাড়িতে যান বিএনপির এই নেতা। সেখানে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ওসিকে নির্দেশনার বিষয়টি আহতের স্বজনদের জানান।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘বড়াইগ্রামে যে ছেলেকে নির্যাতন করা হয়েছে, তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠনের নেতা ছিলেন। কিন্ত তাকে বাসা থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনী কাজ। এটা উচিত হয়নি। আমি থানার ওসিকে বলে এসেছি, যে যারা ছেলেটাকে আঘাত করেছে তাদের আমি ঢাকা পৌঁছানোর আগে যেন গ্রেপ্তার করা হয়।’
পরে বিকেলে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি।
সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের সব মত ও পথের মানুষের ন্যায় বিচারের অধিকার নিশ্চিত চায় বিএনপি। বিএনপি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। তাই আর কেউ যেন এই অধিকার থেকে বঞ্চিত না হয়।
রিজভী বলেন, ‘বিএনপির নেতা কর্মীদের আইন হাতে তুলে না নিয়ে সংযত হতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারীর হাতে অপরাধীকে তুলে দেবে বিএনপির কর্মীরা। দলের অনেক নেতা কর্মীকে এই নির্দেশ অমান্য করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ আমরা তো সেই দল না, যারা অন্যায়কে প্রশ্রয় দেব। দলের কেউ ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি করবে না।’
উল্লেখ্য, গত ২০ নভেম্বর নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুরে উজ্জ্বল মণ্ডল (২৫) নামের আওয়ামী লীগের এক সমর্থককে অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশ থেকে তুলে নিয়ে বাজারে প্রকাশ্যে পেটানো হয়। পৌর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ রয়েছে। তাদের মারপিটে প্রায় অজ্ঞান হয়ে পড়লে ওই অবস্থায় তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ আদালতে পাঠালে শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে জামিন দেন বিচারক।
উজ্জ্বলকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় আজকের পত্রিকায় ‘‘শুধু আওয়ামী লীগ সমর্থক বলে’ যুবককে বেধড়ক মারধর, তাঁকেই আটক করল পুলিশ’ নামে সংবাদ প্রকাশিত হয়।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
১৫ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে