Ajker Patrika

নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১১: ১১
নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রোববার রাতে উপজেলা সদরের মাসুদ পেট্রলপাম্পের বিপরীতের পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পেট্রলপাম্পের পাশে দাঁড়ানো ছিল রাহী ট্রাভেলসের একটি বাস। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

এ বিষয়ে মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বাসে কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান বলেন, রাতে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ত্রিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটির প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত