রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি মূল্যবান জায়গা দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস উপজেলা সদরের ওই স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের টিনশেড দোকানঘর করে দেওয়ার জন্য জায়গাটি দখল করেছেন।
তবে সরকারি এই জায়গায় দোকানপাট হলে পেছনের ব্যক্তিমালিকানার একটি মার্কেট আড়াল হয়ে যাবে। ওই স্থানটিতে এখন রিকশা-ভ্যানের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা হয়। দোকানপাট হলে রিকশা-ভ্যানকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দাঁড়াতে হবে। এতে যানজট যেমন বাড়বে তেমনি থাকবে দুর্ঘটনারও ঝুঁকি।
এদিকে এখানে দোকানপাট হলে পেছনের মার্কেট আড়াল হয়ে যাবে বলে মার্কেটটির মালিক আব্দুস শামীম জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি বলেছেন, সামনে অবৈধ কাঁচাবাজার হলে তাঁর মার্কেটের ২০টি দোকান আড়াল হয়ে যাবে। ব্যবসায়ীদের রোজগারে ভাটা পড়বে।
এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে একেএম শাহীনুজ্জামান নামের আরেক ব্যক্তি ৩ ফেব্রুয়ারি সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারীরা জানিয়েছেন, দৈর্ঘ্যে ১২০ ফুট ও প্রস্থে ৫০ ফুট এই জায়গাটির একাংশে একটি চায়ের দোকান ছিল। সেটি উচ্ছেদে সম্প্রতি পৌরসভার মেয়র নোটিশ দেন। তারপর চায়ের দোকানটি উচ্ছেদ করে জায়গা চিহ্নিত করে কিছু ছোট ছোট খুঁটি পুঁতে দিয়ে গেছেন পৌরসভার লোকজন। এখন সেখানে কাঁচাবাজার করা হবে। নিয়মনীতির তোয়াক্কা না করেই পৌরসভা সওজের এই জায়গা দখল করছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সওজের কাছ থেকে জায়গা নেওয়া হয়নি। জায়গাটিতে অস্থায়ী একটা কাঁচাবাজার করা হচ্ছে। মহাসড়ক সম্প্রসারণ হবে। তখন কাঁচাবাজার ভেঙে ফেলা হবে।’
তবে সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম বলেছেন, পৌরসভা কর্তৃপক্ষ চাইলেই সওজের জায়গা দখল করে স্থাপনা করতে পারে না। তিনি বলেন, ‘গোদাগাড়ীর বিষয়টি আমি অবগত। আমরা জায়গাটি দখল হতে দেব না। ব্যবস্থা নেব।’
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি মূল্যবান জায়গা দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস উপজেলা সদরের ওই স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের টিনশেড দোকানঘর করে দেওয়ার জন্য জায়গাটি দখল করেছেন।
তবে সরকারি এই জায়গায় দোকানপাট হলে পেছনের ব্যক্তিমালিকানার একটি মার্কেট আড়াল হয়ে যাবে। ওই স্থানটিতে এখন রিকশা-ভ্যানের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা হয়। দোকানপাট হলে রিকশা-ভ্যানকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দাঁড়াতে হবে। এতে যানজট যেমন বাড়বে তেমনি থাকবে দুর্ঘটনারও ঝুঁকি।
এদিকে এখানে দোকানপাট হলে পেছনের মার্কেট আড়াল হয়ে যাবে বলে মার্কেটটির মালিক আব্দুস শামীম জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি বলেছেন, সামনে অবৈধ কাঁচাবাজার হলে তাঁর মার্কেটের ২০টি দোকান আড়াল হয়ে যাবে। ব্যবসায়ীদের রোজগারে ভাটা পড়বে।
এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে একেএম শাহীনুজ্জামান নামের আরেক ব্যক্তি ৩ ফেব্রুয়ারি সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারীরা জানিয়েছেন, দৈর্ঘ্যে ১২০ ফুট ও প্রস্থে ৫০ ফুট এই জায়গাটির একাংশে একটি চায়ের দোকান ছিল। সেটি উচ্ছেদে সম্প্রতি পৌরসভার মেয়র নোটিশ দেন। তারপর চায়ের দোকানটি উচ্ছেদ করে জায়গা চিহ্নিত করে কিছু ছোট ছোট খুঁটি পুঁতে দিয়ে গেছেন পৌরসভার লোকজন। এখন সেখানে কাঁচাবাজার করা হবে। নিয়মনীতির তোয়াক্কা না করেই পৌরসভা সওজের এই জায়গা দখল করছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সওজের কাছ থেকে জায়গা নেওয়া হয়নি। জায়গাটিতে অস্থায়ী একটা কাঁচাবাজার করা হচ্ছে। মহাসড়ক সম্প্রসারণ হবে। তখন কাঁচাবাজার ভেঙে ফেলা হবে।’
তবে সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম বলেছেন, পৌরসভা কর্তৃপক্ষ চাইলেই সওজের জায়গা দখল করে স্থাপনা করতে পারে না। তিনি বলেন, ‘গোদাগাড়ীর বিষয়টি আমি অবগত। আমরা জায়গাটি দখল হতে দেব না। ব্যবস্থা নেব।’
মাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
১২ মিনিট আগেরংপুরের পীরগাছা উপজেলা দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা তিস্তা নদীতে এখন হাঁটুপানি। যে তিস্তায় একসময় উত্তাল ঢেউ ছিল, সেখানে এখন ধু-ধু বালুচর। নাব্যতা হারিয়ে তিস্তা নদী এখন যেন একটি মরা খাল। এর পানি শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ হাজার জেলে ও মাঝি বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটছে।
১৬ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা হোসনে আরা খাতুনের বাসার টেলিফোন সংযোগ ছিল একসময়। ১০ বছর আগে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন স্থানীয় বিটিসিএল কার্যালয়ে যোগাযোগ করেছেন সংযোগ সচল করতে। তারা জানিয়েছে, মাটির নিচের কেব্ল লাইন নষ্ট হয়েছে। বরাদ্দ এলে মেরামত করা হবে।
১৮ মিনিট আগে‘আওয়ামী লীগের দোসর লুকিয়ে আছে’—এমন গুজব ছড়িয়ে ‘মব’ সৃষ্টি করে রাজধানীর গুলশানের একটি বাড়িতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১২টায় তল্লাশির কথা বলে বাড়িটিতে ঢুকে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুট ও ভাঙচুর করে তারা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যান আইনশৃঙ্খলা
২০ মিনিট আগে