রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি মূল্যবান জায়গা দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস উপজেলা সদরের ওই স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের টিনশেড দোকানঘর করে দেওয়ার জন্য জায়গাটি দখল করেছেন।
তবে সরকারি এই জায়গায় দোকানপাট হলে পেছনের ব্যক্তিমালিকানার একটি মার্কেট আড়াল হয়ে যাবে। ওই স্থানটিতে এখন রিকশা-ভ্যানের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা হয়। দোকানপাট হলে রিকশা-ভ্যানকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দাঁড়াতে হবে। এতে যানজট যেমন বাড়বে তেমনি থাকবে দুর্ঘটনারও ঝুঁকি।
এদিকে এখানে দোকানপাট হলে পেছনের মার্কেট আড়াল হয়ে যাবে বলে মার্কেটটির মালিক আব্দুস শামীম জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি বলেছেন, সামনে অবৈধ কাঁচাবাজার হলে তাঁর মার্কেটের ২০টি দোকান আড়াল হয়ে যাবে। ব্যবসায়ীদের রোজগারে ভাটা পড়বে।
এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে একেএম শাহীনুজ্জামান নামের আরেক ব্যক্তি ৩ ফেব্রুয়ারি সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারীরা জানিয়েছেন, দৈর্ঘ্যে ১২০ ফুট ও প্রস্থে ৫০ ফুট এই জায়গাটির একাংশে একটি চায়ের দোকান ছিল। সেটি উচ্ছেদে সম্প্রতি পৌরসভার মেয়র নোটিশ দেন। তারপর চায়ের দোকানটি উচ্ছেদ করে জায়গা চিহ্নিত করে কিছু ছোট ছোট খুঁটি পুঁতে দিয়ে গেছেন পৌরসভার লোকজন। এখন সেখানে কাঁচাবাজার করা হবে। নিয়মনীতির তোয়াক্কা না করেই পৌরসভা সওজের এই জায়গা দখল করছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সওজের কাছ থেকে জায়গা নেওয়া হয়নি। জায়গাটিতে অস্থায়ী একটা কাঁচাবাজার করা হচ্ছে। মহাসড়ক সম্প্রসারণ হবে। তখন কাঁচাবাজার ভেঙে ফেলা হবে।’
তবে সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম বলেছেন, পৌরসভা কর্তৃপক্ষ চাইলেই সওজের জায়গা দখল করে স্থাপনা করতে পারে না। তিনি বলেন, ‘গোদাগাড়ীর বিষয়টি আমি অবগত। আমরা জায়গাটি দখল হতে দেব না। ব্যবস্থা নেব।’
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি মূল্যবান জায়গা দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাস উপজেলা সদরের ওই স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের টিনশেড দোকানঘর করে দেওয়ার জন্য জায়গাটি দখল করেছেন।
তবে সরকারি এই জায়গায় দোকানপাট হলে পেছনের ব্যক্তিমালিকানার একটি মার্কেট আড়াল হয়ে যাবে। ওই স্থানটিতে এখন রিকশা-ভ্যানের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা হয়। দোকানপাট হলে রিকশা-ভ্যানকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দাঁড়াতে হবে। এতে যানজট যেমন বাড়বে তেমনি থাকবে দুর্ঘটনারও ঝুঁকি।
এদিকে এখানে দোকানপাট হলে পেছনের মার্কেট আড়াল হয়ে যাবে বলে মার্কেটটির মালিক আব্দুস শামীম জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি বলেছেন, সামনে অবৈধ কাঁচাবাজার হলে তাঁর মার্কেটের ২০টি দোকান আড়াল হয়ে যাবে। ব্যবসায়ীদের রোজগারে ভাটা পড়বে।
এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে একেএম শাহীনুজ্জামান নামের আরেক ব্যক্তি ৩ ফেব্রুয়ারি সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারীরা জানিয়েছেন, দৈর্ঘ্যে ১২০ ফুট ও প্রস্থে ৫০ ফুট এই জায়গাটির একাংশে একটি চায়ের দোকান ছিল। সেটি উচ্ছেদে সম্প্রতি পৌরসভার মেয়র নোটিশ দেন। তারপর চায়ের দোকানটি উচ্ছেদ করে জায়গা চিহ্নিত করে কিছু ছোট ছোট খুঁটি পুঁতে দিয়ে গেছেন পৌরসভার লোকজন। এখন সেখানে কাঁচাবাজার করা হবে। নিয়মনীতির তোয়াক্কা না করেই পৌরসভা সওজের এই জায়গা দখল করছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সওজের কাছ থেকে জায়গা নেওয়া হয়নি। জায়গাটিতে অস্থায়ী একটা কাঁচাবাজার করা হচ্ছে। মহাসড়ক সম্প্রসারণ হবে। তখন কাঁচাবাজার ভেঙে ফেলা হবে।’
তবে সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম বলেছেন, পৌরসভা কর্তৃপক্ষ চাইলেই সওজের জায়গা দখল করে স্থাপনা করতে পারে না। তিনি বলেন, ‘গোদাগাড়ীর বিষয়টি আমি অবগত। আমরা জায়গাটি দখল হতে দেব না। ব্যবস্থা নেব।’
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ছুটি হওয়ায় সে সময় স্বল্পসংখ্যক শিক্ষার্থী অভিভাবকদের জন্য স্কুলে অপেক্ষা করছিল বলে জানিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম স্বাক্ষরিত লিখিত বক্তব্যে এ তথ্য জানানো হয়।
২ মিনিট আগেরাজশাহীর পবা উপজেলায় হাঁসুয়া ও চাপাতির কোপে আমিরুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই গোলাম আজম (৩০) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে।
৩৭ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম রাকিবুল হাসান। এ ঘটনায় অপর আরোহী তাঁর বন্ধু আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া উপজেলার মোহনপুর বাজারসংলগ্ন সালসাদী ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রিনা আক্তার (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পোমরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বুড়ির দোকান এলাকার নবাবীপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁর লাশটি মেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুরকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে