Ajker Patrika

লালপুরে ২ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, জরিমানা ২ লাখ

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে ২ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, জরিমানা ২ লাখ

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অভিযোগে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে ২ হাজার কেজি ভেজাল গুড়, ৫০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি, ১০ কেজি ডালডা ধ্বংসসহ জব্দকৃত ২৭ বস্তা চিনি বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার উপজেলার চর জাজিরা গ্রামে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর বলেন, ‘র‍্যাব-৫ এর সহায়তায় বুধবার ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় লালপুর উপজেলার চর জাজিরা এলাকার নাজিম গুড় ভান্ডারের স্বত্বাধিকারী নাজিম উদ্দিনকে ৪২ ধারায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে অপরাধে ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।’

সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর আরও বলেন, ‘এ সময় ২ হাজার কেজি ভেজাল গুড়, ৫০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি, ১০ কেজি ডালডা ধ্বংস ও ২৭ বস্তা (১ হাজার ৩৫০ কেজি) চিনি বাজারে বিক্রির নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।’ 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মেহেদী হাসান তানভীর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত