Ajker Patrika

লালপুরে ২ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, জরিমানা ২ লাখ

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে ২ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, জরিমানা ২ লাখ

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অভিযোগে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে ২ হাজার কেজি ভেজাল গুড়, ৫০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি, ১০ কেজি ডালডা ধ্বংসসহ জব্দকৃত ২৭ বস্তা চিনি বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার উপজেলার চর জাজিরা গ্রামে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর বলেন, ‘র‍্যাব-৫ এর সহায়তায় বুধবার ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় লালপুর উপজেলার চর জাজিরা এলাকার নাজিম গুড় ভান্ডারের স্বত্বাধিকারী নাজিম উদ্দিনকে ৪২ ধারায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে অপরাধে ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।’

সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর আরও বলেন, ‘এ সময় ২ হাজার কেজি ভেজাল গুড়, ৫০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি, ১০ কেজি ডালডা ধ্বংস ও ২৭ বস্তা (১ হাজার ৩৫০ কেজি) চিনি বাজারে বিক্রির নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।’ 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মেহেদী হাসান তানভীর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত