Ajker Patrika

নিয়ামতপুরে বিশেষ লকডাউনের প্রথম দিনে লোকশূন্য সড়ক ও বাজার

প্রতিনিধি
নিয়ামতপুরে বিশেষ লকডাউনের প্রথম দিনে লোকশূন্য সড়ক ও বাজার

নিয়ামতপুর (নওগাঁ): করোনার সংক্রমণ ঠেকাতে নিয়ামতপুর উপজেলায় সাত দিনব্যাপী বিশেষ লকডাউনের আজ বৃহস্পতিবার প্রথম দিন। আজ সকাল থেকেই উপজেলার প্রধান সড়কে সীমিত পরিসরে যানবাহন চলাচল করতে দেখা গেছে। অনেকেই যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন। বিভিন্ন স্থানে দেখা গেছে, পুলিশি তৎপরতা। তবে স্বাভাবিক সময়ের চেয়ে সড়ক ও বাজারগুলোতে মানুষের আনাগোনা তুলনামূলকভাবে অনেক কম। 
 
দেখা গেছে, আজ নিয়ামতপুর সদরে সাপ্তাহিক হাট থাকা সত্ত্বেও পাইকারি-খুচরা বিক্রেতা ও ক্রেতাদের উপস্থিতি নেই বললেই চলে। উপজেলার তিন মাথা মোড়, চারমাথা মোড় বাসস্ট্যান্ড এলাকা, গাবতলী, টিএলবি, নিমদিঘী, গাংগোর, খড়িবাড়ি সহ সকল বড় বাজারে পুলিশ দেখা গেছে। প্রত্যেকদিন এসব এলাকার রাস্তাগুলো সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মানুষে গিজগিজ করলেও আজ সকাল থেকে প্রায় জনশূন্য। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে সারা দিন মাইকিং চলা সত্ত্বেও অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক দেখা যায়নি। তাই সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি বিভিন্ন বাজার পরিদর্শন করছেন।  
 
বাজার করতে আসা কাপাস্টিয়া এলাকার বাসিন্দা বদিউজ্জামন বাবু বলেন, 'সরকার ও প্রশাসন আমাদের ভালোর জন্যই লকডাউন দিয়েছে। কিন্তু সাধারণ জনগণ সচেতন না হলে লকডাউন কার্যকর হবে না।' 

বদিউজ্জামন বাবু আরও বলেন, 'পুলিশ ও প্রশাসনিক লোকজনের উপস্থিতির কারণে উপজেলার প্রধান সড়কগুলোতে কিছুটা লকডাউন কার্যকর হচ্ছে। তবে পাড়ামহল্লার মোড় ও ছোটখাটো বাজারগুলোতে স্বাস্থ্যবিধি আগের মতোই আছে। এর জন্য প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে।'     

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হ‌ুমায়ূন কবির বলেন, 'সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে যাতে কেউ নিয়ামতপুর উপজেলায় প্রবেশ করতে না পারে এ জন্য মোট ১৮টি পুলিশের চেকপোস্ট বসিয়েছে। এ ছাড়া পুলিশি টহল জোরদার করেছি।'   

উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, 'আমি উপজেলার সকল স্তরের জনসাধারণসহ আওয়ামী সংগঠনের নেতা–কর্মীদের লকডাউনকে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি নিজেও বিভিন্ন এলাকার মানুষকে বোঝানোর জন্য কাজ করছে।'   

নিয়ামতপুর থানার ওসি হ‌ুমায়ূন কবির বলেন, 'উপজেলায় ১৮টি চেকপোস্ট দেওয়া হয়েছে। পুলিশ টহল ডিউটি করছে। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো।'
 
উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত