Ajker Patrika

রাজশাহীতে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৫: ৫২
রাজশাহীতে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩ 

রাজশাহীতে বিদেশি পিস্তল, রিভলবার, তাজা গুলি ও হাতবোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৬টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকায় এ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে 

গ্রেপ্তার তিনজন হলেন কাপাশিয়া পাহাড়পুর গ্রামের আতিকুর রহমান ওরফে আতিক (৩৫), রাজশাহী নগরীর চার কাজলা এলাকার শাহীন আলী (২৫) এবং ধরমপুর পূর্বপাড়া মহল্লার বাসিন্দা মো. শহিদুল (২৬)।

র‍্যাব বলেছে, এদের কাছ থেকে চারটি বিদেশি রিভলবার, তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, আট রাউন্ড তাজা গুলি ও চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বোমা তৈরিতে ব্যবহৃত ১ কেজি ১০০ গ্রাম গানপাউডার, ৭৫০ গ্রাম পাথর, স্প্লিন্টার হিসেবে ব্যবহৃত লোহার বল ও তারকাটা উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামআজ শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, রাজশাহীতে একটি বড় অস্ত্রের চালান সীমান্তবর্তী চর এলাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় এসেছে। এ তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এর ধারাবাহিকতায় র‍্যাবের সদস্যরা কাপাশিয়ার পাহাড়পুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য আতিকের বাড়িতে অভিযান চালায়। এ সময় আতিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে আতিক তাঁর মুরগির খামারের পাশের একটি ছোট ঘর থেকে অবৈধ অস্ত্রগুলো বের করে দেন। এ ছাড়া তিনি হাতবোমা তৈরির সরঞ্জামগুলোও বের করে দেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের অধিনায়ক বলেন, ‘গ্রেপ্তার তিনজন সীমান্তবর্তী এলাকা থেকে তানজিম (২৭) ও আব্দুর রহিম (২৮) নামের দুজনের মাধ্যমে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্যাদি সংগ্রহ করেছিলেন। তাঁরা এগুলো স্বাধীনতাবিরোধী চক্রকে শক্তিশালী করার লক্ষ্যে তাদের কর্তাদের কাছে পৌঁছাতেন। এদের মূল লক্ষ্য হচ্ছে রাজশাহী তথা বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা।’

রিয়াজ শাহরিয়ার বলেন, ‘সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান। গ্রেপ্তার তিনজন এলাকার চিহ্নিত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। এদের বিরুদ্ধে রাজশাহীর কাটাখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত