প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা): বিনা অনুমতিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত (কেপিআই) এলাকায় প্রবেশ, সাদা পোশাকের সেনাসদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও হত্যার হুমকির অভিযোগে পাবনার ঈশ্বরদীতে আট যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আটটার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের ইমরান আলীর ছেলে রিমন হোসেন (২০), দুলাল মিয়ার ছেলে শাওন ইসলাম (২২), আলাউদ্দীন আহমেদের ছেলে আসিফ হোসেন (২০), লিটন হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২১), মো. মিঠুন ইসলামের ছেলে শান্ত ইসলাম (২১), নুরুল হুদার ছেলে ফজলে রাব্বী (২০), সিরাজ উদ্দিনের ছেলে বাপ্পী (২০) ও মুন্না হোসেন (১৯)। তাঁদের কাছ থেকে চারটি মোটরসাইকেল ও নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, অভিযুক্তরা মোটরসাইকেল বহর নিয়ে শনিবার রাত আটটার দিকে পাকশী পদ্মানদীর তীররের রূপপুর প্রকল্পের ৮ নম্বর ওয়াচ টাওয়ার এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করে। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ দেখতে চায়। এ সময় যুবকেরা উত্তেজিত হয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি পার্শ্ববর্তী ইটভাটায় নিয়ে গোয়েন্দা সংস্থার সদস্যদের হত্যার হুমকিও দেয়। পরে সেনাসদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যুবকদের আটক করে।
রূপপুর পারমাণবিক ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আতিকুল ইসলাম বলেন, শনিবার রাত ১০টার দিকে সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার যুবকদের রূপপুর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে। রাতেই যুবকদের ঈশ্বরদী থানায় পাঠানো হয়।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঈশ্বরদী (পাবনা): বিনা অনুমতিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত (কেপিআই) এলাকায় প্রবেশ, সাদা পোশাকের সেনাসদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও হত্যার হুমকির অভিযোগে পাবনার ঈশ্বরদীতে আট যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আটটার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের ইমরান আলীর ছেলে রিমন হোসেন (২০), দুলাল মিয়ার ছেলে শাওন ইসলাম (২২), আলাউদ্দীন আহমেদের ছেলে আসিফ হোসেন (২০), লিটন হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২১), মো. মিঠুন ইসলামের ছেলে শান্ত ইসলাম (২১), নুরুল হুদার ছেলে ফজলে রাব্বী (২০), সিরাজ উদ্দিনের ছেলে বাপ্পী (২০) ও মুন্না হোসেন (১৯)। তাঁদের কাছ থেকে চারটি মোটরসাইকেল ও নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, অভিযুক্তরা মোটরসাইকেল বহর নিয়ে শনিবার রাত আটটার দিকে পাকশী পদ্মানদীর তীররের রূপপুর প্রকল্পের ৮ নম্বর ওয়াচ টাওয়ার এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করে। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ দেখতে চায়। এ সময় যুবকেরা উত্তেজিত হয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি পার্শ্ববর্তী ইটভাটায় নিয়ে গোয়েন্দা সংস্থার সদস্যদের হত্যার হুমকিও দেয়। পরে সেনাসদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যুবকদের আটক করে।
রূপপুর পারমাণবিক ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আতিকুল ইসলাম বলেন, শনিবার রাত ১০টার দিকে সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার যুবকদের রূপপুর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে। রাতেই যুবকদের ঈশ্বরদী থানায় পাঠানো হয়।
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মাগুরা সদরের পারনান্দুয়ালী মুন্সিপাড়ার ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমান ভেজাল তেলের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। জেলা পরিবেশক সমিতির একজন নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের সতর্ক করতেন এবং তাঁদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানাতেন। সেই তিনিই আবার ড্রামের খোলা সয়াবিন তেল
৪ মিনিট আগেমানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
২৩ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
১ ঘণ্টা আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
১ ঘণ্টা আগে