নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীর ইশতেহার ঘোষণার পর ব্যাপক হট্টগোল হয়েছে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান মেয়র প্রার্থী।
দলীয় প্রার্থীর ইশতেহার ঘোষণা উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় নগরীর গণকপাড়ায় জেলা ও মহানগর জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইশতেহার ঘোষণা করেন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি দলের মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানও।
সংবাদ সম্মেলন শেষে জাপার স্থানীয় নেতা সালাহউদ্দিন মিন্টু উপস্থিত নেতাদের নাম ও পদ জানিয়ে পরিচয় করিয়ে দিচ্ছিলেন।
জেলা জাপার সভাপতি আবুল হোসেনের পরিচয় জানানোর সময় তাঁর জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদেও থাকার তথ্যটি না বলায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর ওপর রাগারাগি করেন। তখন সালাউদ্দিন মিন্টু বলে ওঠেন, ‘আপনার কাগজ আছে? কাগজ দেখান।’ এ সময় হট্টগোল শুরু হয়। হট্টগোল চলাকালীন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বেরিয়ে যান।
হট্টগোল সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন মিন্টু বলেন, ‘রাজশাহী জাতীয় পার্টির নেতা রাহাত হোসেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। তাঁর কাছে দলের চিঠি আছে। জেলার সভাপতি আবুল হোসেনও চেয়ারম্যানের উপদেষ্টা দাবি করেন। কিন্তু তাঁর কাছে কাগজ নেই। তাই পরিচয় করানোর সময় আমি এই পদটা উচ্চারণ করিনি। এতেই তিনি রেগে গিয়েছেন।’
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘এটা বড় কোনো ঘটনা না। ছোট্ট ঘটনা। ঘটনা ইশতেহার ঘোষণার সময়ও না। ইশতেহার ঘোষণার পর হয়েছে। তবে এগুলো কাম্য না।’
অনুষ্ঠানে নগরের উন্নয়নে ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন সাইফুল ইসলাম স্বপন। ইশতেহারে বেকার যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্পকারখানা স্থাপনকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছিল। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে দেশের মডেল সিটি হিসেবে গড়ে তোলা আমার স্বপ্ন। তাই এই নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছি। নির্বাচিত হলে সবই বাস্তবায়ন হবে।’
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীর ইশতেহার ঘোষণার পর ব্যাপক হট্টগোল হয়েছে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান মেয়র প্রার্থী।
দলীয় প্রার্থীর ইশতেহার ঘোষণা উপলক্ষে আজ শনিবার দুপুর ১২টায় নগরীর গণকপাড়ায় জেলা ও মহানগর জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইশতেহার ঘোষণা করেন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি দলের মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানও।
সংবাদ সম্মেলন শেষে জাপার স্থানীয় নেতা সালাহউদ্দিন মিন্টু উপস্থিত নেতাদের নাম ও পদ জানিয়ে পরিচয় করিয়ে দিচ্ছিলেন।
জেলা জাপার সভাপতি আবুল হোসেনের পরিচয় জানানোর সময় তাঁর জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদেও থাকার তথ্যটি না বলায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর ওপর রাগারাগি করেন। তখন সালাউদ্দিন মিন্টু বলে ওঠেন, ‘আপনার কাগজ আছে? কাগজ দেখান।’ এ সময় হট্টগোল শুরু হয়। হট্টগোল চলাকালীন মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বেরিয়ে যান।
হট্টগোল সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন মিন্টু বলেন, ‘রাজশাহী জাতীয় পার্টির নেতা রাহাত হোসেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। তাঁর কাছে দলের চিঠি আছে। জেলার সভাপতি আবুল হোসেনও চেয়ারম্যানের উপদেষ্টা দাবি করেন। কিন্তু তাঁর কাছে কাগজ নেই। তাই পরিচয় করানোর সময় আমি এই পদটা উচ্চারণ করিনি। এতেই তিনি রেগে গিয়েছেন।’
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘এটা বড় কোনো ঘটনা না। ছোট্ট ঘটনা। ঘটনা ইশতেহার ঘোষণার সময়ও না। ইশতেহার ঘোষণার পর হয়েছে। তবে এগুলো কাম্য না।’
অনুষ্ঠানে নগরের উন্নয়নে ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন সাইফুল ইসলাম স্বপন। ইশতেহারে বেকার যুবকদের কর্মসংস্থানে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্পকারখানা স্থাপনকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছিল। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী সিটিকে দেশের মডেল সিটি হিসেবে গড়ে তোলা আমার স্বপ্ন। তাই এই নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছি। নির্বাচিত হলে সবই বাস্তবায়ন হবে।’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব ছড়ানো হচ্ছে। কোনো ধরনের তথ্য যাচাই ছাড়া এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। যে কেউ এ বিষয়ে তদন্ত করতে চাইলে সেনাবাহিনী সহযোগিতা করবে বলেও জানিয়েছে বাহিনী।
৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর জয়দেবপুর রেল স্টেশনে প্রবেশের সময় আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সাথে উত্তরাঞ্চলের (ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ) একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অপর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
২৩ মিনিট আগেবিমান দুর্ঘটনায় নিহত রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নীলফামারী জেলা প্রশাসন।
২৯ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে এক পোশাক শ্রমিক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল মঙ্গলবার নান্দাইল মডেল থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার।
৩৮ মিনিট আগে