Ajker Patrika

শেরপুরে সাপের ছোবলে কলেজছাত্রীর মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে সাপের ছোবলে কলেজছাত্রীর মৃত্যু

বগুড়ার শেরপুরে সাপের ছোবলে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের খাগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া খাতুন (১৭) ওই গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। সে শেরপুর শহরের টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার বলেন,‘গতকাল ইফতারের আগে মাকে রান্নার কাজে সহযোগিতা করছিল সুমাইয়া। এ সময় জ্বালানি কাঠ আনার জন্য সে গোয়াল ঘরে যায়। সেখানেই তাকে একটি বিষধর সাপ ছোবল দেয়। এরপর তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত