Ajker Patrika

নওগাঁয় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ শুরু

 নওগাঁ প্রতিনিধি
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে নওগাঁয় শুরু হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে নওগাঁয় শুরু হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে নওগাঁয় শুরু হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এই স্মৃতিস্তম্ভের নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, শহীদ পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে নওগাঁয় শুরু হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে নওগাঁয় শুরু হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

জেলা প্রশাসক বলেন, ‘জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এর ডিজাইন করেছে গণপূর্ত অধিদপ্তর এবং বাস্তবায়ন করছে নওগাঁ গণপূর্ত বিভাগ। আগামী ৫ আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ করে ওই দিন শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে এবং দোয়ার আয়োজন থাকবে।’

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নওগাঁর ৯ জন শহীদ হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত