চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে জামাল উদ্দিন নাসের নামে এক ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ নয়নের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ছাত্রলীগ নেতা দলবল নিয়ে ঠিকাদারের ব্যবস্থাপককে মারধর, ককটেল বিস্ফোরণ ও সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান। এমন অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছালকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বুধবার রাতে এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, ককটেল বিস্ফোরণ, মারধর ও লুটপাটের অভিযোগে মামলা করেছেন ঠিকাদার জামাল উদ্দিন নাসের।
অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা নয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের ৮ কিলোমিটার বেড়িবাঁধ ও সড়ক নির্মাণকাজ টেন্ডারের মাধ্যমে পেয়েছেন ঠিকাদার জামাল উদ্দিন নাসের। ৩ মার্চ তিনি সেখানে কাজ শুরু করেন। ৬ মার্চ বিকেলে সাবেক ছাত্রলীগ নেতা নয়নসহ অজ্ঞাতনামা ১০-১২ জন ঠিকাদারের ব্যবস্থাপক শাহিনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে রাস্তার কাজ বন্ধ করে দেবেন বলে হুমকি দেন তাঁরা। ৭ মার্চ বেলা সাড়ে তিনটার দিকে ১০-১২টি মোটরসাইকেলে ঘটনাস্থলে গিয়ে আবার ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন তাঁরা। চাঁদা না দিতে পারায় শাহিনকে বেধড়ক মারধর করা হয়। পরে একটি খননযন্ত্রের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পৌনে ৪ লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যান। শাহিন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঠিকাদার জামাল উদ্দিন নাসের আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদা দিতে অস্বীকার করায় ম্যানেজারকে মারধর, ককটেল বিস্ফোরণ, টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করেছেন নয়ন। এ ঘটনায় থানায় মামলা করেছি।’
প্রত্যক্ষদর্শী মোসা. আদুরি বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা ছাত্রলীগ না “সন্ত্রাসী”। দিনদুপুরে মানুষকে মারধর করে ককটেল ফাটিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে। অথচ কেউ বাঁচাতে এগিয়ে আসেনি।’
সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি উন্নয়নকাজে ছাত্রলীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে নয়ন। বিষয়টি সবার জানা। আমি নয়নসহ তার সঙ্গে অপকর্মকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ আশরাফ উদ্দীন আরও জানান, সরকারি কাজে কেউ যেন চাঁদাবাজি এবং বিঘ্ন না ঘটাতে পারে—সে জন্য তিনিসহ দলীয় নেতা-কর্মীরা বাঁধ এলাকায় অবস্থান নিয়েছেন।
কালীনগর এলাকার বাসিন্দা জিয়াউর রহমান বলেন, প্রকাশ্যে ককটেল ফাটিয়ে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তব্য জানতে মোহাম্মদ নয়নের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় নয়নের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন একজন ঠিকাদার। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
চাঁপাইনবাবগঞ্জে জামাল উদ্দিন নাসের নামে এক ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ নয়নের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ছাত্রলীগ নেতা দলবল নিয়ে ঠিকাদারের ব্যবস্থাপককে মারধর, ককটেল বিস্ফোরণ ও সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান। এমন অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছালকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বুধবার রাতে এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, ককটেল বিস্ফোরণ, মারধর ও লুটপাটের অভিযোগে মামলা করেছেন ঠিকাদার জামাল উদ্দিন নাসের।
অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা নয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের ৮ কিলোমিটার বেড়িবাঁধ ও সড়ক নির্মাণকাজ টেন্ডারের মাধ্যমে পেয়েছেন ঠিকাদার জামাল উদ্দিন নাসের। ৩ মার্চ তিনি সেখানে কাজ শুরু করেন। ৬ মার্চ বিকেলে সাবেক ছাত্রলীগ নেতা নয়নসহ অজ্ঞাতনামা ১০-১২ জন ঠিকাদারের ব্যবস্থাপক শাহিনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে রাস্তার কাজ বন্ধ করে দেবেন বলে হুমকি দেন তাঁরা। ৭ মার্চ বেলা সাড়ে তিনটার দিকে ১০-১২টি মোটরসাইকেলে ঘটনাস্থলে গিয়ে আবার ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন তাঁরা। চাঁদা না দিতে পারায় শাহিনকে বেধড়ক মারধর করা হয়। পরে একটি খননযন্ত্রের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পৌনে ৪ লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যান। শাহিন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঠিকাদার জামাল উদ্দিন নাসের আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদা দিতে অস্বীকার করায় ম্যানেজারকে মারধর, ককটেল বিস্ফোরণ, টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করেছেন নয়ন। এ ঘটনায় থানায় মামলা করেছি।’
প্রত্যক্ষদর্শী মোসা. আদুরি বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা ছাত্রলীগ না “সন্ত্রাসী”। দিনদুপুরে মানুষকে মারধর করে ককটেল ফাটিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে। অথচ কেউ বাঁচাতে এগিয়ে আসেনি।’
সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি উন্নয়নকাজে ছাত্রলীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে নয়ন। বিষয়টি সবার জানা। আমি নয়নসহ তার সঙ্গে অপকর্মকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ আশরাফ উদ্দীন আরও জানান, সরকারি কাজে কেউ যেন চাঁদাবাজি এবং বিঘ্ন না ঘটাতে পারে—সে জন্য তিনিসহ দলীয় নেতা-কর্মীরা বাঁধ এলাকায় অবস্থান নিয়েছেন।
কালীনগর এলাকার বাসিন্দা জিয়াউর রহমান বলেন, প্রকাশ্যে ককটেল ফাটিয়ে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তব্য জানতে মোহাম্মদ নয়নের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় নয়নের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন একজন ঠিকাদার। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
কিছু কিছু লোক বিদেশে টাকা পাচার করার জন্যই কল-কারখানা করেছেন বলে মন্তব্য করে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভালো মালিকও আছেন যাদের কারণে রপ্তানি বাড়ছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে জাতীয় পেশাগত...
৩১ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তিতে সিজারিয়ান অপারেশনের ত্রুটিজনিত ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও তালা লাগিয়ে দিয়েছেন নিহতের স্বজনরা। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঠাকুর বাজার এলাকার শাহরাস্তি জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১ টা) হাসপাতালটি..
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহায়েত হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর গ্রামে এই ঘটনা ঘটে। সোহায়েত বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের নুরুল আজিজের পুত্র।
২ ঘণ্টা আগেখুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকায় আল-আমীন শিকদার (৩৩) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল বলেন, আজ শনিবার ভোর আনুমানিক সাড়ে...
২ ঘণ্টা আগে