Ajker Patrika

বিক্রির আগমুহূর্তে খামারির মারা গেল ৫ হাজার মুরগি

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ১১
বিক্রির আগমুহূর্তে খামারির মারা গেল ৫ হাজার মুরগি

সিরাজগঞ্জের কামারখন্দে অজ্ঞাত রোগে বিক্রির আগমুহূর্তে ৫ হাজার সোনালী জাতের মুরগি মারা গেছে এক খামারির। গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে আব্দুর রাজ্জাকের খামারে এসব মুরগি মারা যাওয়ার ঘটনা ঘটে। 

কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. ফরহাদ হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের খামারি এখনো জানাননি। তবে ময়নাতদন্ত করলে জানা যাবে মুরগিগুলো কোন রোগে মারা গেছে।’ 

খামারির পরিবার জানায়, ব্যাংক থেকে ১১ লাখ টাকা ঋণ নিয়ে সাড়ে ৭ হাজার মুরগির বাচ্চা কিনে খামারে তোলেন আব্দুর রাজ্জাক। চার মাস লালন-পালন করার পর মুরগিগুলোর ওজন হয় গড়ে ১ কেজি ২০০ গ্রাম। বিক্রির আগমুহূর্তে হঠাৎ অজানা রোগে তাঁর ৫ হাজার মুরগি মারা গেছে। বাকি আড়াই হাজার মুরগি কম দামে স্থানীয় বাজারে বিক্রি করেছেন। 

খামারি আব্দুর রাজ্জাক বলেন, ‘২০২২ সালে ব্যাংক ঋণ ও নিজের জমানো পুঁজি নিয়ে ১৫ লাখ টাকায় ব্যবসা শুরু করি। এখন পর্যন্ত চারবার মুরগি তুলে বিক্রি করেছি। অল্প টাকা লাভ হয়েছিল। কিন্তু অজানা এক রোগে আমার প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। আমি এখন কীভাবে ব্যাংকের ঋণ শোধ করব জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত