Ajker Patrika

আ. লীগের বিদ্রোহী প্রার্থীর অফিসে ভাঙচুর, আটক ৪ 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আ. লীগের বিদ্রোহী প্রার্থীর অফিসে ভাঙচুর, আটক ৪ 

বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও সমর্থকদের ওপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে ওই ইউনিয়নের বিহার হাটে এই হামলার ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বুধবার বিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিদুল ইসলাম নৌকা প্রতীক পান। এবং বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মতিউর রহমান মতিন মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পান। এরপরই তাঁরা উভয়েই নির্বাচনী প্রচারে নামেন। সন্ধ্যার পর শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিহার হাট এলাকায় মোটরসাইকেল প্রতীকের পক্ষে নির্বাচনী সভা করেন। 

বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতিন বলেন, হঠাৎই রাত ৮টার দিকে নৌকা মার্কার কর্মী সমর্থকেরা মোটরসাইকেল মার্কার একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় সেখানে রাখা কমপক্ষে ১০টি মোটরসাইকেল ভাঙচুর করেন তাঁরা। এ সময় আমার কমপক্ষে ১০ জন কর্মী–সমর্থক আহত হয়েছে। 

আহতদের মধ্যে হারুন (৩৫) ও জুয়েলকে (৩৬) শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সেখান থেকে ফেরার সময় মোটরসাইকেল মার্কার কর্মী সমর্থকেরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের গাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারজনকে আটক করে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে বিহার হাট এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

ভারতে জাহাজ নির্মাণের জন্য ২১ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’, বিবিসিকে নাহিদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত