নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ভোটকেন্দ্রে যাওয়ার পথে নকুল চন্দ্র দাস নামের এক ওয়ার্ড সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।
নকুল চন্দ্র দাসের ছেলে বলেন, ‘বাবা নিয়ামতপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। তাঁর প্রতীক বৈদ্যুতিক পাখা। ভোটের মাঠে প্রচারে সরব ছিলেন তিনি। আজ সকালে ভোটকেন্দ্রে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসুস্থতাজনিত কারণে ভোটের দিন সকালে কেন্দ্রে যাওয়ার পথে রিকশাভ্যানে ওঠার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে নকুল মারা যান। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ভোট গ্রহণ যথারীতি চলছে।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নিয়ামতপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নকুল চন্দ্র দাসের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তাঁর মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’
প্রসঙ্গত, উপজেলায় ৮টি ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ৯০টি, বুথের সংখ্যা ৫৮৬টি। ৮ ইউনিয়নে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন।
নওগাঁর নিয়ামতপুরে ভোটকেন্দ্রে যাওয়ার পথে নকুল চন্দ্র দাস নামের এক ওয়ার্ড সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।
নকুল চন্দ্র দাসের ছেলে বলেন, ‘বাবা নিয়ামতপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। তাঁর প্রতীক বৈদ্যুতিক পাখা। ভোটের মাঠে প্রচারে সরব ছিলেন তিনি। আজ সকালে ভোটকেন্দ্রে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসুস্থতাজনিত কারণে ভোটের দিন সকালে কেন্দ্রে যাওয়ার পথে রিকশাভ্যানে ওঠার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে নকুল মারা যান। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ভোট গ্রহণ যথারীতি চলছে।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নিয়ামতপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নকুল চন্দ্র দাসের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তাঁর মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’
প্রসঙ্গত, উপজেলায় ৮টি ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ৯০টি, বুথের সংখ্যা ৫৮৬টি। ৮ ইউনিয়নে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নারকেলগাছ থেকে পড়ে সাবু মিয়া (৫০) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার (১৬ মে) দুপুরের দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেসিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেন।
১৪ মিনিট আগেপটুয়াখালীর লাউকাঠি নদী থেকে রাহুল সমাদ্দার (১৫) নামে স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) দুপুর ১২টার দিকে নদীর উত্তর প্রান্তের গোডাউনের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
১৮ মিনিট আগেবই পড়ায় কৃতিত্ব অর্জন করায় বরিশালের ৩৬টি স্কুলের ২ হাজার ৪১১ জন শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র। আজ শুক্রবার নগরের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এই পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে গ্রামীণফোন।
২০ মিনিট আগে