Ajker Patrika

নিয়ামতপুরে ভোটের দিনে মারা গেলেন প্রার্থী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৮: ৩৬
নিয়ামতপুরে ভোটের দিনে মারা গেলেন প্রার্থী

নওগাঁর নিয়ামতপুরে ভোটকেন্দ্রে যাওয়ার পথে নকুল চন্দ্র দাস নামের এক ওয়ার্ড সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। 

নকুল চন্দ্র দাসের ছেলে বলেন, ‘বাবা নিয়ামতপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। তাঁর প্রতীক বৈদ্যুতিক পাখা। ভোটের মাঠে প্রচারে সরব ছিলেন তিনি। আজ সকালে ভোটকেন্দ্রে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’ 

উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসুস্থতাজনিত কারণে ভোটের দিন সকালে কেন্দ্রে যাওয়ার পথে রিকশাভ্যানে ওঠার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নকুল মারা যান। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ভোট গ্রহণ যথারীতি চলছে। 

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নিয়ামতপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নকুল চন্দ্র দাসের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তাঁর মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’ 

প্রসঙ্গত, উপজেলায় ৮টি ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ৯০টি, বুথের সংখ্যা ৫৮৬টি। ৮ ইউনিয়নে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত