উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছে রেল কর্তৃপক্ষ। এদিকে বগি লাইনচ্যুত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঢাকা, রাজশাহী, খুলনাসহ উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের যাত্রীরা।
বগি লাইনচ্যুতিতে উল্লাপাড়া মোহনপুর স্টেশনে আটক পড়েছে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস। ঢাকা থেকে ছাড়া পঞ্চগড়গামী একতা আটকা পড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারে।
একতা এক্সপ্রেসে উল্লাপাড়া অপেক্ষায় থাকা যাত্রী কনক হোসেন বলেন, ‘অনেক গরম। এর মধ্যে আমি অসুস্থ। এমন ঘটনায় এখন ভোগান্তির শেষ নেই। কখন যেতে পারব এর সঠিক সময়ও কেউ বলতে পারছে না।’
অন্য এক যাত্রী সোনিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা যাওয়ার জন্য স্টেশনে দীর্ঘ সময় ধরে বসে আছি। প্রচণ্ড গরমে জীবন শেষ। এই গরমে অপেক্ষা করতে থাকলে সবাই অসুস্থ হয়ে পড়ব।’
উল্লাপাড়া স্টেশন থেকে ১০০ গজ দূরে শুক্রবার দুপুর দেড়টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।
উল্লাপাড়া রেলস্টেশন পয়েন্টম্যান লিমন হোসেন জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউলে বড় বিপর্যয় ঘটবে। মৈত্রী এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল দুপুর ১টা ২০ মিনিট। সেটি এখনো এখনো মোহনপুর স্টেশনে আটকে আছে।
একতা এক্সপ্রেসের ১টা ২০ মিনিটে উল্লাপাড়া ছেড়ে যাওয়ার কথা ছিল। সেটিও আটকা পড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে। দুই ট্রেনের যাত্রীরাই চরম দুর্ভোগে পড়েছেন। শুধু এই ট্রেন দুটি নয়, আরও কয়েকটি ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়বে বলে জানান রেলস্টেশন পয়েন্টম্যান লিমন হোসেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছে রেল কর্তৃপক্ষ। এদিকে বগি লাইনচ্যুত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঢাকা, রাজশাহী, খুলনাসহ উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের যাত্রীরা।
বগি লাইনচ্যুতিতে উল্লাপাড়া মোহনপুর স্টেশনে আটক পড়েছে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস। ঢাকা থেকে ছাড়া পঞ্চগড়গামী একতা আটকা পড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারে।
একতা এক্সপ্রেসে উল্লাপাড়া অপেক্ষায় থাকা যাত্রী কনক হোসেন বলেন, ‘অনেক গরম। এর মধ্যে আমি অসুস্থ। এমন ঘটনায় এখন ভোগান্তির শেষ নেই। কখন যেতে পারব এর সঠিক সময়ও কেউ বলতে পারছে না।’
অন্য এক যাত্রী সোনিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা যাওয়ার জন্য স্টেশনে দীর্ঘ সময় ধরে বসে আছি। প্রচণ্ড গরমে জীবন শেষ। এই গরমে অপেক্ষা করতে থাকলে সবাই অসুস্থ হয়ে পড়ব।’
উল্লাপাড়া স্টেশন থেকে ১০০ গজ দূরে শুক্রবার দুপুর দেড়টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।
উল্লাপাড়া রেলস্টেশন পয়েন্টম্যান লিমন হোসেন জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউলে বড় বিপর্যয় ঘটবে। মৈত্রী এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল দুপুর ১টা ২০ মিনিট। সেটি এখনো এখনো মোহনপুর স্টেশনে আটকে আছে।
একতা এক্সপ্রেসের ১টা ২০ মিনিটে উল্লাপাড়া ছেড়ে যাওয়ার কথা ছিল। সেটিও আটকা পড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে। দুই ট্রেনের যাত্রীরাই চরম দুর্ভোগে পড়েছেন। শুধু এই ট্রেন দুটি নয়, আরও কয়েকটি ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়বে বলে জানান রেলস্টেশন পয়েন্টম্যান লিমন হোসেন।
রাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ মিনিট আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
৩৫ মিনিট আগেরংপুরের পীরগাছা উপজেলা দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা তিস্তা নদীতে এখন হাঁটুপানি। যে তিস্তায় একসময় উত্তাল ঢেউ ছিল, সেখানে এখন ধু-ধু বালুচর। নাব্যতা হারিয়ে তিস্তা নদী এখন যেন একটি মরা খাল। এর পানি শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ হাজার জেলে ও মাঝি বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটছে।
৩৮ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা হোসনে আরা খাতুনের বাসার টেলিফোন সংযোগ ছিল একসময়। ১০ বছর আগে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন স্থানীয় বিটিসিএল কার্যালয়ে যোগাযোগ করেছেন সংযোগ সচল করতে। তারা জানিয়েছে, মাটির নিচের কেব্ল লাইন নষ্ট হয়েছে। বরাদ্দ এলে মেরামত করা হবে।
৪১ মিনিট আগে