আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে দুর্বৃত্তরা গভীর রাতে এক নারীর ঘরে ঢুকে গলায় পোঁচ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের তুলসীগঙ্গা নদীর পারঘাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মাসুদা আক্তার (৪৫)। তিনি ওই এলাকার মহসীন আলীর স্ত্রী।
ওই নারীর স্বজনদের দাবি, দরজার সামনের মাটি খুঁড়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় গলায় পোঁচ দিয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক। দরজার সামনে মাটি খুঁড়ে ভেতরে ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিহীন ব্যক্তিরা তুলসীগঙ্গা নদীর পারঘাটিতে টিনের বেড়ার ঘর বানিয়ে বসবাস করেন। ওই নারীও সেখানে একটি টিনের বেড়ার বাড়ি বানিয়ে বসবাস করছিলেন। পাশেই ওই নারীর মেয়ে বসবাস করেন। ওই নারীর স্বামী ঢাকায় রিকশা চালান। তিনি মাঝেমধ্যে বাড়িতে আসেন। ওই নারী নিজেও একটি বেসরকারি সংস্থায় রান্নার কাজ করেন। তিনি চার বছর ও ছয় বছর বয়সী দুই নাতি-নাতনিকে নিয়ে রাতের বেলায় ঘরে থাকতেন। শুক্রবার রাতে খাওয়াদাওয়া শেষে ওই নারী তাঁর দুই নাতি-নাতনিকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার পর ওই নারী কাটা গলা ওড়না দিয়ে চেপে ধরে ঘর থেকে বের হয়ে পাশেই তাঁর মেয়ের বাড়িতে গিয়ে ঘটনাটি জানান। এরপর রাতেই ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, নারী ও শিশু ওয়ার্ডের বারান্দায় ওই নারী চিকিৎসাধীন রয়েছেন। তাঁর গলায় ও চোয়ালে ব্যান্ডেজ রয়েছে। তবে ওই নারী কোনো কথা বলতে পারেননি। পাশেই তাঁর মেয়ে আঞ্জুমান আরা বসা ছিলেন। তিনি বলেন, ‘আমার বাবা ঢাকায় থাকেন। আমার মা দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়িতে থাকেন। শুক্রবার রাতে দরজার সামনের মাটি খুঁড়ে মুখোশ পরা ব্যক্তিরা ঘরের ভেতরে ঢোকেন। তখন আমার মা ঘুমিয়ে ছিলেন। চোরেরা নগদ ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় ঘুমন্ত অবস্থায় আমার মায়ের গলায় পোঁচ দেয়। এতে আমার মায়ের গলা কেটে গেছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রায়হানুল ইসলাম বলেন, ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর গলায় পোঁচ দেওয়া হয়েছে। তিনি শুক্রবার গভীর রাতে ভর্তি হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। দরজার সামনে মাটি খুঁড়ে ঘরের ভেতরে ঢোকার আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাটি আপাত দৃষ্টিতে রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
জয়পুরহাটের আক্কেলপুরে দুর্বৃত্তরা গভীর রাতে এক নারীর ঘরে ঢুকে গলায় পোঁচ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের তুলসীগঙ্গা নদীর পারঘাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মাসুদা আক্তার (৪৫)। তিনি ওই এলাকার মহসীন আলীর স্ত্রী।
ওই নারীর স্বজনদের দাবি, দরজার সামনের মাটি খুঁড়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় গলায় পোঁচ দিয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি রহস্যজনক। দরজার সামনে মাটি খুঁড়ে ভেতরে ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিহীন ব্যক্তিরা তুলসীগঙ্গা নদীর পারঘাটিতে টিনের বেড়ার ঘর বানিয়ে বসবাস করেন। ওই নারীও সেখানে একটি টিনের বেড়ার বাড়ি বানিয়ে বসবাস করছিলেন। পাশেই ওই নারীর মেয়ে বসবাস করেন। ওই নারীর স্বামী ঢাকায় রিকশা চালান। তিনি মাঝেমধ্যে বাড়িতে আসেন। ওই নারী নিজেও একটি বেসরকারি সংস্থায় রান্নার কাজ করেন। তিনি চার বছর ও ছয় বছর বয়সী দুই নাতি-নাতনিকে নিয়ে রাতের বেলায় ঘরে থাকতেন। শুক্রবার রাতে খাওয়াদাওয়া শেষে ওই নারী তাঁর দুই নাতি-নাতনিকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার পর ওই নারী কাটা গলা ওড়না দিয়ে চেপে ধরে ঘর থেকে বের হয়ে পাশেই তাঁর মেয়ের বাড়িতে গিয়ে ঘটনাটি জানান। এরপর রাতেই ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, নারী ও শিশু ওয়ার্ডের বারান্দায় ওই নারী চিকিৎসাধীন রয়েছেন। তাঁর গলায় ও চোয়ালে ব্যান্ডেজ রয়েছে। তবে ওই নারী কোনো কথা বলতে পারেননি। পাশেই তাঁর মেয়ে আঞ্জুমান আরা বসা ছিলেন। তিনি বলেন, ‘আমার বাবা ঢাকায় থাকেন। আমার মা দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়িতে থাকেন। শুক্রবার রাতে দরজার সামনের মাটি খুঁড়ে মুখোশ পরা ব্যক্তিরা ঘরের ভেতরে ঢোকেন। তখন আমার মা ঘুমিয়ে ছিলেন। চোরেরা নগদ ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি করে পালানোর সময় ঘুমন্ত অবস্থায় আমার মায়ের গলায় পোঁচ দেয়। এতে আমার মায়ের গলা কেটে গেছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রায়হানুল ইসলাম বলেন, ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর গলায় পোঁচ দেওয়া হয়েছে। তিনি শুক্রবার গভীর রাতে ভর্তি হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। দরজার সামনে মাটি খুঁড়ে ঘরের ভেতরে ঢোকার আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাটি আপাত দৃষ্টিতে রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
৭ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
৩১ মিনিট আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
৪৩ মিনিট আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১ ঘণ্টা আগে