শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সুরভী আকতার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ ওই গ্রামের নুরুন্নবী প্রামানিকের স্ত্রী ও বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রামের শামীম মন্ডলের মেয়ে। গত আট মাস আগে তাঁদের বিয়ে হয়।
নিহতের শ্বশুর আব্দুল লতিফ প্রামানিক বলেন, ‘রোববার সন্ধ্যার পর আমি ও আমার ছেলে নুরুন্নবী বাড়ির পাশের একটি দোকানে যাই। রাত ১০টার দিকে বাড়িতে ফিরে ছেলে দেখতে পায় সুরভী ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। অনেক ডাকালেও দরজা না খোলায় তা ভেঙে ভেতরে ঢোকে নুরুন্নবী। তখন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো সুরভীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে আমরা লাশ নামিয়ে রাখি।’
নুরুন্নবীর চাচাতো ভাই শহিদুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯টার মধ্যে মরদেহ ধোয়ানো শেষ হয়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এসে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সুরভী আকতার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ ওই গ্রামের নুরুন্নবী প্রামানিকের স্ত্রী ও বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর গ্রামের শামীম মন্ডলের মেয়ে। গত আট মাস আগে তাঁদের বিয়ে হয়।
নিহতের শ্বশুর আব্দুল লতিফ প্রামানিক বলেন, ‘রোববার সন্ধ্যার পর আমি ও আমার ছেলে নুরুন্নবী বাড়ির পাশের একটি দোকানে যাই। রাত ১০টার দিকে বাড়িতে ফিরে ছেলে দেখতে পায় সুরভী ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। অনেক ডাকালেও দরজা না খোলায় তা ভেঙে ভেতরে ঢোকে নুরুন্নবী। তখন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো সুরভীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে আমরা লাশ নামিয়ে রাখি।’
নুরুন্নবীর চাচাতো ভাই শহিদুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯টার মধ্যে মরদেহ ধোয়ানো শেষ হয়। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এসে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেপুলিশের বাধা অতিক্রম করে ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি চালিয়েছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। যাচ্ছে। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরনো পল্টনে বিক্ষোভ করেছে তারা।
২২ মিনিট আগেআইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার মধ্যেই বায়তুল মোকারাম থেকে বিজর নগরের দিকে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৬ মিনিট আগে