নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা টিকিট কাউন্টার খুলেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। হাসপাতালের বহির্বিভাগে এই কাউন্টার চালু করা হয়। এর ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এ জনগোষ্ঠীর সদস্যদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। এটিই দেশের সরকারি কোনো হাসপাতালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য প্রথম পৃথক টিকিট কাউন্টার বলে জানা গেছে।
আজ রোববার দুপুরে এই কাউন্টারের উদ্বোধন করেন সমাজসেবী শাহীন আকতার রেনী ও হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা বলেন, ‘আগে হাসপাতালের বহির্বিভাগে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পদে পদে নানা বিড়ম্বনায় পড়তে হতো; বিশেষ করে ছেলেদের লাইনে দাঁড়ালে বলা হতো মেয়েদের লাইনে দাঁড়াতে, আর মেয়েদের লাইনে দাঁড়ালে বলা হতো ছেলেদের লাইনে দাঁড়তে। এ কারণে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হতো।’ তিনি আশা করেন, এখন থেকে তাঁরা আর এ ধরনের কোনো সমস্যায় পড়বেন না।
এ সময় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগঠন দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ, শরীফ সুমন, সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহসাধারণ সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যক্ষ জুলি, হিজড়া-গুরু হিরা খানসহ তৃতীয় লিঙ্গের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা টিকিট কাউন্টার খুলেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। হাসপাতালের বহির্বিভাগে এই কাউন্টার চালু করা হয়। এর ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এ জনগোষ্ঠীর সদস্যদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। এটিই দেশের সরকারি কোনো হাসপাতালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য প্রথম পৃথক টিকিট কাউন্টার বলে জানা গেছে।
আজ রোববার দুপুরে এই কাউন্টারের উদ্বোধন করেন সমাজসেবী শাহীন আকতার রেনী ও হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা বলেন, ‘আগে হাসপাতালের বহির্বিভাগে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পদে পদে নানা বিড়ম্বনায় পড়তে হতো; বিশেষ করে ছেলেদের লাইনে দাঁড়ালে বলা হতো মেয়েদের লাইনে দাঁড়াতে, আর মেয়েদের লাইনে দাঁড়ালে বলা হতো ছেলেদের লাইনে দাঁড়তে। এ কারণে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হতো।’ তিনি আশা করেন, এখন থেকে তাঁরা আর এ ধরনের কোনো সমস্যায় পড়বেন না।
এ সময় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগঠন দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ, শরীফ সুমন, সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহসাধারণ সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যক্ষ জুলি, হিজড়া-গুরু হিরা খানসহ তৃতীয় লিঙ্গের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ইউসুফ আলীর পরিবারের সদস্যরা খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে তারা সবাইকে চেতনানাশক দিয়ে অচেতন করে ফেলে এবং ওয়ার্ডরোব ভেঙে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
১ মিনিট আগেরাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিষ্ঠানটির যেসব শিক্ষার্থী ও অভিভাবক মানসিকভাবে অসুস্থ হয়েছে, তাদের জন্য স্কুল চত্বরে খোলা হয়েছে তিনটি পৃথক কাউন্সেলিং সেন্টার। এখানে অভিজ্ঞ পরামর্শকেরা শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা দিচ্ছেন।
৪ মিনিট আগেসাতক্ষীরায় মরা গরু জবাই করে খুলনায় নিয়ে যাওয়ার সময় এক ব্যবসায়ী এবং এক ট্রাকচালককে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম এই
১১ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সকালে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
৩১ মিনিট আগে