Ajker Patrika

রামেকে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা কাউন্টার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২২: ১৫
রামেকে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা কাউন্টার

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য আলাদা টিকিট কাউন্টার খুলেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। হাসপাতালের বহির্বিভাগে এই কাউন্টার চালু করা হয়। এর ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এ জনগোষ্ঠীর সদস্যদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। এটিই দেশের সরকারি কোনো হাসপাতালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য প্রথম পৃথক টিকিট কাউন্টার বলে জানা গেছে। 

আজ রোববার দুপুরে এই কাউন্টারের উদ্বোধন করেন সমাজসেবী শাহীন আকতার রেনী ও হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। 

দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা বলেন, ‘আগে হাসপাতালের বহির্বিভাগে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পদে পদে নানা বিড়ম্বনায় পড়তে হতো; বিশেষ করে ছেলেদের লাইনে দাঁড়ালে বলা হতো মেয়েদের লাইনে দাঁড়াতে, আর মেয়েদের লাইনে দাঁড়ালে বলা হতো ছেলেদের লাইনে দাঁড়তে। এ কারণে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হতো।’ তিনি আশা করেন, এখন থেকে তাঁরা আর এ ধরনের কোনো সমস্যায় পড়বেন না। 

এ সময় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগঠন দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ, শরীফ সুমন, সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহসাধারণ সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যক্ষ জুলি, হিজড়া-গুরু হিরা খানসহ তৃতীয় লিঙ্গের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত