Ajker Patrika

চার দিন পর রাজশাহী নগরীতে র‌্যাপিড টেস্ট শুরু

প্রতিনিধি, রাজশাহী
চার দিন পর রাজশাহী নগরীতে র‌্যাপিড টেস্ট শুরু

কিট সংকটে বন্ধ হয়ে যাওয়ার পর রাজশাহী নগরীতে আবারও করোনার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে নগরীতে এই টেস্ট বন্ধ ছিল। সোমবার সকাল থেকে তা আবার শুরু হয়েছে।

এর আগে গত ৬ জুন থেকে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীর কয়েকটি পয়েন্টে বিনা মূল্যে র‍্যাপিড টেস্ট শুরু হয়। এতে মানুষের মধ্যে ভালো সাড়াও পাওয়া যায়। তাই বুথের সংখ্যা পাঁচটি থেকে বাড়িয়ে ১০টি করা হয়। গত ১ জুলাই পর্যন্ত এসব বুথে ২০ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।

কিট সংকটে ১ জুলাই থেকে র‍্যাপিড টেস্ট বন্ধ হয়ে যায়। এরপর অনেকে টেস্ট করাতে গিয়েও ফিরে যান। তবে আজ ৫ জুলাই থেকে নগরীর ৮টি পয়েন্টে বুথ বসিয়ে এবং আরও দুটি ভ্রাম্যমাণ বুথে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। বেলা ১১টায় নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে গিয়ে দেখা যায়, একের পর এক মানুষ এসে নমুনা দিচ্ছেন। ১৫ মিনিটের মধ্যে তাঁরা ফলও জানতে পারছেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বলেন, কিট না থাকার কারণে র‍্যাপিড টেস্ট বন্ধ হয়ে গিয়েছিল। তবে সিভিল সার্জনের কার্যালয় থেকে রোববার আরও চার হাজার কিট পাওয়া গেছে। এগুলো দিয়ে আজ থেকে টেস্ট শুরু হয়েছে। প্রয়োজনে আরও কিট পাওয়া যাবে।

তবে কিটের কোনো সংকট ছিল না বলে দাবি করেন সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার। তিনি বলেন, প্রচুর কিট আছে। কিটের কোনো সংকট নেই। উপজেলা পর্যায়ে টেস্ট একদিনের জন্যও বন্ধ হয়নি। শুধু সিটি করপোরেশন আগাম কিট নিতে চায়নি। তবে তাঁদের আরও চার হাজার কিট দেওয়া হয়েছে। এখন পরীক্ষাও শুরু হয়েছে। যত দিন প্রয়োজন, তত দিন কিট দেওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত