Ajker Patrika

পাতা শুকানো নিয়ে ঝগড়া, ইফতারের পর সংঘর্ষে আহত ২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১০: ২৮
পাতা শুকানো নিয়ে ঝগড়া, ইফতারের পর সংঘর্ষে আহত ২০

বগুড়ার শেরপুরে পাতা শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত আটজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের চকমুকুন্দ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা আহতরা হলেন মির আহমেদ (১৮), সাইফুল ইসলাম (৫০), নায়েব আলী (৬০), জিয়া হাসান (৩১), অমেলা বেগম (৪৫), আবদুল মসজিদ (৪২), বেগম আকতার (৪৫) ও শাহালম ইসলাম (৩৬)। তাঁরা সবাই উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের চকমুকুন্দ গ্রামের বাসিন্দা। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে আহত জিয়া হাসানের মা অমেলা বেগম প্রতিবেশী আসাদুলের জায়গার ওপর দিয়ে নিজের জায়গায় গাছের পাতা শুকাতে যান। এ সময় আসাদুল তাকে গালিগালাজ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ইফতারের পর দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

আহত নায়েব আলীর স্ত্রী কমলা বেগম (৪৫) বলেন, ‘সন্ধ্যার সময় আসাদুলের নেতৃত্বে তার পরিবারের লোকজন আমাদের বাড়িতে এসে হামলা করে। আমার স্বামী তাকে অনেক অনুরোধ করে। কিন্তু তারা তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। তার হাতে আটটি সেলাই দেওয়া হয়েছে। এ সময় সঙ্গে বহিরাগত কিছু লোকও ছিল।’

তবে হামলার কথা অস্বীকার করেছেন আসাদুল ইসলাম। তিনি বলেন, ‘জিয়ার নেতৃত্বে ২০-২৫ জন আমাদের বাসায় হামলা করেছে। এতে আমার অন্তঃসত্ত্বা স্ত্রী ও ১১ বছর বয়সী মেয়ে আহত হয়েছে। প্রতিপক্ষ আমাদের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছে। ১০ হাজার টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করেছে। তাদের সঙ্গে আমাদের আগে থেকেই জায়গা নিয়ে বিরোধ ছিল। তার জের ধরেই আজকে হামলা করেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনা জেনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত