Ajker Patrika

বড়াইগ্রামে স্বতন্ত্র প্রার্থীর ৫ কর্মীকে মারধরের অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২২: ১৬
বড়াইগ্রামে স্বতন্ত্র প্রার্থীর ৫ কর্মীকে মারধরের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের পাঁচজন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জোনাইল ও বিকেলে পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

আহত ব্যক্তিরা হলেন জোনাইল ইউনিয়নের চর গোপিন্দপুর গ্রামের মোহন আলী (২৫), নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া আবুল হোসেন (৩২), তপু (২৮), তুৎফুল আলী (৩০) ও আলী হোসেন (৩৬)। 

মোহন আলী বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের কর্মী। আমাকে গতকাল বুধবার রাত ১২টার সময় আক্তার আলী নামের এক ব্যক্তি নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলেন। আমি অস্বীকৃতি করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’

মোহন আলী আরও বলেন,  ‘আমি আজ সকালে জোনাইল বাজারের কেতাবের দোকানে বাজার করতে ছিলাম। পেছন থেকে চৌমুন গ্রামের ফরিদ হোসেন (৪০), চামটা গ্রামের আক্তার হোসেন (৩৮), দিঘইর গ্রামের নান্নু হোসেন (৩০) এসে আমাকে মারধর শুরু করে। তারা সবাই নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কর্মী। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’ 

বড়গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী আজকের পত্রিকাকে বলেন, মোহন আলীর শরীরে আঘাতে চিহ্ন দেখা গেছে। তবে বড় ধরনের জখম নেই। চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। 

আলী হোসেন বলেন, ‘বিকেলে আমিসহ আরও দুজন পাঁচবাড়িয়া এলাকা আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের ট্রাক প্রতীকের পোস্টার সাঁটাতে ছিলাম। নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কর্মী পাঁচবাড়িয়া গ্রামের আব্দুল হালিম এসে আমাকে মারধর করে। আমাদের কাছ থেকে পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে ও পুড়িয়ে দেয়।’ 

অভিযোগের বিষয়ে আক্তার হোসেন বলেন, ‘আমি এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নাই। কে বা কাহারা তাঁকে মারধর করছে, আমার তা জানা নাই।’ 

আলিমুদ্দিন বলেন, ‘তারা পোস্টার সাঁটাবে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না।’ 

বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এই আসনে ট্রাক প্রতীক নিয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হলেন আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত