Ajker Patrika

সতিনের সঙ্গে ঝগড়ার পর ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে মৃত্যু, স্বামী পলাতক 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
সতিনের সঙ্গে ঝগড়ার পর ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে মৃত্যু, স্বামী পলাতক 

নওগাঁর মান্দায় সতিনের সঙ্গে ঝগড়ার পর ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত স্ত্রীর লাশ হাসপাতালে ফেলে রেখে উধাও হয়েছেন তাঁর সাংবাদিক স্বামী। আজ রোববার সকাল ৯টার দিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহত ওই নারীর নাম সূচনা আক্তার (৩৪)। তিনি উপজেলার পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর গ্রামের বাসিন্দা এমএ রাজ্জাকের স্ত্রী। রাজ্জাক একটি জাতীয় দৈনিকের মান্দা উপজেলা প্রতিনিধি। ঘটনার পর সাংবাদিক রাজ্জাক হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে গা ঢাকা দিয়েছেন। 

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মেশকাত রায়হান বলেন, ‘বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে অসুস্থ অবস্থায় সূচনা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। সতিনের সঙ্গে ঝগড়া লেগে তিনি একই সঙ্গে ৪০টি প্যারাসিটামল ট্যাবলেট খেয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। অতিরিক্ত ওষুধ সেবনের বিষক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল ৯টার দিকে তিনি মারা যান।’ 
 
সাংবাদিক এমএ রাজ্জাকের মা ফাতেমা বেগম বলেন, ‘পুত্রবধূ সূচনা আক্তারের বাবার বাড়ি ঢাকায়। ঈদের দুই দিন পর সূচনা আমাদের বাড়িতে আসে। কিন্তু বাড়িতে ছেলে রাজ্জাকের আরও একজন স্ত্রী থাকায় দুই সতিনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। জের ধরে বৃহস্পতিবার রাতে পুত্রবধূ সূচনা এক সঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে।’

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন সাংবাদিক বলেন, ‘গত দুই দিন ধরে সাংবাদিক এমএ রাজ্জাককে হাসপাতালে ঘোরাঘুরি করতে দেখা যায়। কারণ জানতে চাওয়ায় বিভিন্নভাবে তা এড়িয়ে যান। রোববার সকাল ৯টার দিকে তাঁর স্ত্রী সূচনার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। এরপর তাঁকে আর পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।’

বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, ‘নিহত সূচনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সূচনার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত