লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার ২০ জন ওয়ার্ড কাউন্সিলরের মেয়াদ শেষ হলেও সম্মানী ভাতা পাননি তাঁরা। ২০১০ ও ২০২০ সালে নির্বাচিত কাউন্সিলরের নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রাপ্য ভাতা ১৯ লাখ টাকা এখনো বকেয়া রয়েছে। মেয়ররা একে অপরের ওপর দোষ চাপিয়ে দায় এড়িয়ে গেছেন বলে অভিযোগ কাউন্সিলরদের। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে অভিযোগ পত্র দিয়েছেন ভাতাবঞ্চিত কাউন্সিলররা।
গোপালপুর পৌরসভার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনে ২০০৫ সালে ৯টি ওয়ার্ড কাউন্সিলর পদে আবদুল বারি বাবলা, নাজির হোসেন, শাহাবাজ আলী, সেলিম রেজা, আবুল কালাম, বিমলেন্দু কর, গোলজার হোসেন, আব্দুল কুদ্দুস মালিথা ও আনিসুজ্জামান বাবু নির্বাচিত হন। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডে নাজমা বেগম, রশিদা খানম ও তহমিনা বেগম নির্বাচিত হন। এই মেয়াদে তাঁদের মাসিক সম্মানী ভাতা ছিল তিন হাজার টাকা। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এই ভাতা পরিশোধ করার কথা থাকলেও মেয়াদ শেষে তাদের ভাতা মোট বকেয়া পড়ে ৫ লাখ ৬৪ হাজার টাকা। গত ১৬ বছরেও তা পরিশোধ করা হয়নি।
জানা যায়, চার জন কাউন্সিলর ২০১৫ ও ২০২১ সালে নির্বাচিত হন। বকেয়া সম্মানী ভাতার জন্য কাউন্সিলররা দায়িত্বরত তৎকালীন মেয়রদের কাছে বারবার জানিয়েও এর সমাধান পাননি। মেয়ররা একে অপরের ওপর দোষ চাপিয়ে দায় এড়িয়ে গেছেন বলে অভিযোগ কাউন্সিলরদের। গত ২৭ সেপ্টেম্বর ২০২১ বকেয়া ভাতার দাবিতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তাঁরা।
সাবেক কাউন্সিলর সেলিম রেজা বলেন, ২০০৫ ও ২০১৫ সালে ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হন। তাঁর প্রাপ্য সম্মানী ভাতা মেয়ররা নিয়মিত পরিশোধ করেননি। তিনি ১৬ বছর ধরে ভাতা বঞ্চিত রয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ডর কাউন্সিলর রশিদা খানম বলেন, 'প্রায় ১ লাখ ২২ হাজার টাকার ভাতা বকেয়া পাওনা রয়েছে। সরকার ২০১৫ সালে সম্মানী ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করেছে। বকেয়া পরিশোধ না করায় তিনি সে সুবিধাভোগ করতে পারছেন না।'
গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, 'পৌরসভার রাজস্ব আদায় থেকে বেতন-ভাতার টাকা পরিশোধ করা হয়ে থাকে। রাজস্ব কম হওয়ায় আর্থিক সংকটে তাঁর সময়ে ৮ মাসের সম্মানী ভাতা বকেয়া পড়েছে। তাঁর আগের মেয়র মঞ্জুরুল ইসলাম বিমলের সময় ৭ মাসের ভাতা বকেয়া ছিল।'
নব নির্বাচিত মেয়র রোখসানা মোর্ত্তজা লিলি বলেন, তিনি আট মাস হলো দায়িত্ব নিয়েছেন। তাঁর আগের মেয়াদে দায়িত্বে থাকা মেয়রগণ ভাতার টাকা পরিশোধ না করায় সমস্যা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এক মাসের বকেয়া পরিশোধ করা হয়েছে। পর্যায়ক্রমে সমস্ত বকেয়া পরিশোধের চেষ্টা করা হবে বলে তিনি জানান।
নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার ২০ জন ওয়ার্ড কাউন্সিলরের মেয়াদ শেষ হলেও সম্মানী ভাতা পাননি তাঁরা। ২০১০ ও ২০২০ সালে নির্বাচিত কাউন্সিলরের নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রাপ্য ভাতা ১৯ লাখ টাকা এখনো বকেয়া রয়েছে। মেয়ররা একে অপরের ওপর দোষ চাপিয়ে দায় এড়িয়ে গেছেন বলে অভিযোগ কাউন্সিলরদের। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে অভিযোগ পত্র দিয়েছেন ভাতাবঞ্চিত কাউন্সিলররা।
গোপালপুর পৌরসভার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনে ২০০৫ সালে ৯টি ওয়ার্ড কাউন্সিলর পদে আবদুল বারি বাবলা, নাজির হোসেন, শাহাবাজ আলী, সেলিম রেজা, আবুল কালাম, বিমলেন্দু কর, গোলজার হোসেন, আব্দুল কুদ্দুস মালিথা ও আনিসুজ্জামান বাবু নির্বাচিত হন। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডে নাজমা বেগম, রশিদা খানম ও তহমিনা বেগম নির্বাচিত হন। এই মেয়াদে তাঁদের মাসিক সম্মানী ভাতা ছিল তিন হাজার টাকা। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এই ভাতা পরিশোধ করার কথা থাকলেও মেয়াদ শেষে তাদের ভাতা মোট বকেয়া পড়ে ৫ লাখ ৬৪ হাজার টাকা। গত ১৬ বছরেও তা পরিশোধ করা হয়নি।
জানা যায়, চার জন কাউন্সিলর ২০১৫ ও ২০২১ সালে নির্বাচিত হন। বকেয়া সম্মানী ভাতার জন্য কাউন্সিলররা দায়িত্বরত তৎকালীন মেয়রদের কাছে বারবার জানিয়েও এর সমাধান পাননি। মেয়ররা একে অপরের ওপর দোষ চাপিয়ে দায় এড়িয়ে গেছেন বলে অভিযোগ কাউন্সিলরদের। গত ২৭ সেপ্টেম্বর ২০২১ বকেয়া ভাতার দাবিতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তাঁরা।
সাবেক কাউন্সিলর সেলিম রেজা বলেন, ২০০৫ ও ২০১৫ সালে ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হন। তাঁর প্রাপ্য সম্মানী ভাতা মেয়ররা নিয়মিত পরিশোধ করেননি। তিনি ১৬ বছর ধরে ভাতা বঞ্চিত রয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ডর কাউন্সিলর রশিদা খানম বলেন, 'প্রায় ১ লাখ ২২ হাজার টাকার ভাতা বকেয়া পাওনা রয়েছে। সরকার ২০১৫ সালে সম্মানী ভাতা ৩ হাজার থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করেছে। বকেয়া পরিশোধ না করায় তিনি সে সুবিধাভোগ করতে পারছেন না।'
গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, 'পৌরসভার রাজস্ব আদায় থেকে বেতন-ভাতার টাকা পরিশোধ করা হয়ে থাকে। রাজস্ব কম হওয়ায় আর্থিক সংকটে তাঁর সময়ে ৮ মাসের সম্মানী ভাতা বকেয়া পড়েছে। তাঁর আগের মেয়র মঞ্জুরুল ইসলাম বিমলের সময় ৭ মাসের ভাতা বকেয়া ছিল।'
নব নির্বাচিত মেয়র রোখসানা মোর্ত্তজা লিলি বলেন, তিনি আট মাস হলো দায়িত্ব নিয়েছেন। তাঁর আগের মেয়াদে দায়িত্বে থাকা মেয়রগণ ভাতার টাকা পরিশোধ না করায় সমস্যা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এক মাসের বকেয়া পরিশোধ করা হয়েছে। পর্যায়ক্রমে সমস্ত বকেয়া পরিশোধের চেষ্টা করা হবে বলে তিনি জানান।
আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটে উপজেলার জাফরপুর রেলস্টেশনসংলগ্ন হলহেলিয়া রেলসেতুর পূর্ব পাশের মোড়ে ইঞ্জিন বিকল হয়ে ওই ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে ট্রেনে থাকা যাত্রীরা। আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগেরিমান্ড আবেদনে মোখলেসুর রহমান বলেন, জানে আলম অপুর নেতৃত্বেই শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়। ঘটনার সময় পাঁচজন গ্রেপ্তার হলেও অপু সেখান থেকে পালিয়ে যান। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশের বিরাজমান পরিস্থিতিতে গুলশানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। অপু ও তাঁর সহযোগীরা এতটাই
৪২ মিনিট আগেমাদারীপুরে কুমার নদে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
১ ঘণ্টা আগে