প্রতনিধি, বাগমারা (রাজশাহী)
নিয়মিত মাদক সেবন করায় মাজেদুর রহমান মানিক (২৬) নামের এক যুবককে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলেন তাঁর মা। আজ বৃহস্পতিবার রাজশাহীর বাগমারা উপজেলায় এ ঘটনা ঘটে।
মানিক উপজেলার আউচপাড়া ইউনিয়নের অভ্যাগতপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান মাহাতাবুর রহমান মাতুর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ছোট থেকেই নিয়মিত মাদক সেবন করে আসছেন মানিক। মাদকের হাত থেকে ফিরিয়ে আনার জন্য তাঁকে বিয়েও দেওয়া হয়। কিন্তু তাতেও কোনো কাজ হয় না। পরিবারের লোকজনের এ রকম শতচেষ্টাতেও তাঁকে মাদকের হাত থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। অবশেষে বাধ্য হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেন মানিকের মা।
মায়ের কাছে বিস্তারিত শোনার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।
মাজেদুর রহমান মানিকের মা তানজিমা খাতুন বলেন, ‘সকাল হলেই নেশার টাকা জোগাড় করে দিতে হবে। টাকা না পেলেই বাড়ি মাথায় তোলার অবস্থা করে ফেলে। শুধু তা-ই না, বাগানের গাছ বিক্রি করে নেশার জন্য তাকে টাকা দিতে হয়। এতে রাজি হইনি বলে আমাকে হত্যার চেষ্টা করে। নিরুপায় হয়ে প্রশাসনের আশ্রয় নিয়েছি। এর আগে নেশা থেকে ফেরাতে মাদক নিরাময় কেন্দ্রে রেখেছিলাম।'
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, মায়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মাজেদুর রহমানের এক বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।
নিয়মিত মাদক সেবন করায় মাজেদুর রহমান মানিক (২৬) নামের এক যুবককে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিলেন তাঁর মা। আজ বৃহস্পতিবার রাজশাহীর বাগমারা উপজেলায় এ ঘটনা ঘটে।
মানিক উপজেলার আউচপাড়া ইউনিয়নের অভ্যাগতপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান মাহাতাবুর রহমান মাতুর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ছোট থেকেই নিয়মিত মাদক সেবন করে আসছেন মানিক। মাদকের হাত থেকে ফিরিয়ে আনার জন্য তাঁকে বিয়েও দেওয়া হয়। কিন্তু তাতেও কোনো কাজ হয় না। পরিবারের লোকজনের এ রকম শতচেষ্টাতেও তাঁকে মাদকের হাত থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। অবশেষে বাধ্য হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেন মানিকের মা।
মায়ের কাছে বিস্তারিত শোনার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ রায় প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।
মাজেদুর রহমান মানিকের মা তানজিমা খাতুন বলেন, ‘সকাল হলেই নেশার টাকা জোগাড় করে দিতে হবে। টাকা না পেলেই বাড়ি মাথায় তোলার অবস্থা করে ফেলে। শুধু তা-ই না, বাগানের গাছ বিক্রি করে নেশার জন্য তাকে টাকা দিতে হয়। এতে রাজি হইনি বলে আমাকে হত্যার চেষ্টা করে। নিরুপায় হয়ে প্রশাসনের আশ্রয় নিয়েছি। এর আগে নেশা থেকে ফেরাতে মাদক নিরাময় কেন্দ্রে রেখেছিলাম।'
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, মায়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মাজেদুর রহমানের এক বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে