Ajker Patrika

নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল এর সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও চাঁদাবাজির মামলা আছে। 

আজ রোববার দুপুরে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইমদাদুল হক জনি (৫০)। তিনি সদর উপজেলার উলিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। 

এর আগে শনিবার দিবাগত রাতে আত্রাই উপজেলার বিহারীপুর রেল ব্রিজ এলাকার একটি মোবাইলের দোকান থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে রাষ্ট্রবিরোধী স্লোগান সংবলিত ৩৪টি লিফলেট, তিনটি মোবাইল ফোন, ডায়েরি, বাইসাইকেল জব্দ করে পুলিশ। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, শীর্ষ সন্ত্রাসী জনি ১৪ বছর জেলে থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন। জেল থেকে বেরিয়ে এলাকায় রাষ্ট্র বিরোধী ও সন্ত্রাসী বাহিনী গড়ে তোলার অপচেষ্টা করে। পাশাপাশি চাঁদাবাজি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আত্রাই থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ। 

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা সংস্থা ডিবির ওসি কেএম শামসুদ্দিন, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত