Ajker Patrika

পাঁচবিবিতে চামুণ্ডার মেলা 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
পাঁচবিবিতে চামুণ্ডার মেলা 

জয়পুরহাটের পাঁচবিবির চক-সমশের কালী মন্দির প্রাঙ্গণে চৈত্রসংক্রান্তিতে অনুষ্ঠিত হয় চামুণ্ডা পূজার মেলা। প্রতিবছরের ন্যায় এ বছরও বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের ভক্তরা মেলায় এসেছেন দল বেঁধে। ঢাক-ঢোল, বাঁশি, সানায়ের শব্দে আনন্দে মুখরিত হয়ে উঠেছিল মেলা প্রাঙ্গণ। 

আয়োজক কমিটির লোকেরা বলছেন, করোনায় গত দুই বছর মেলা হয়নি এ জন্য এ বছর ভক্তদের আগমন আগের তুলনায় বেশি। 

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত চামুণ্ডার মেলা প্রাঙ্গণে গৃহস্থালি কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় বাঁশ, কাঠ ও মাটির তৈরি বিভিন্ন সামগ্রীর দোকান বসানো হয়। এ ছাড়া, মেলায় শিশু-কিশোরদের জন্য হাতি, ঘোড়া, নাগরদোলা ও খেলনার পসার বসায় দোকানিরা। 

মেলা কমিটির সভাপতি নির্মল বর্মণ বলেন, ‘এ মেলা কত দিন থেকে চলে আসছে বলতে পারব না, তবে পূর্বপুরুষেরা দায়িত্ব নিয়ে চৈত্রসংক্রান্তিতে চামুণ্ডা পূজার মেলার আয়োজন করেছেন এরই ধারাবাহিকতা বজায় রাখতে আমরাও মেলা করে আসছি।’ 

মেলায় গিয়ে সরেজমিনে দেখা যায়, অনেক বড় তরবারি হাতে চামুণ্ডাকে ঘিরে শত শত ভক্তরা নাচ–গান ও ছোটাছুটি করছেন। আর মেলায় আসা ভক্তরা প্রাণভরে এ দৃশ্য  উপভোগ করছেন। 

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ‘মেলায় যেন কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সে জন্য থানা–পুলিশ ও গ্রাম পুলিশের টহলের ব্যবস্থা করেছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত