Ajker Patrika

বাবার কাছে চেয়েছিল মোটরসাইকেল, কিনে না দেওয়ায় আত্মহত্যা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৫: ১৪
বাবার কাছে চেয়েছিল মোটরসাইকেল, কিনে না দেওয়ায় আত্মহত্যা

পাবনার ভাঙ্গুড়ায় গলায় ফাঁস লাগিয়ে বিএম হাসান (১৪) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে সে আত্মহত্যা করেছে। আজ সোমবার সকালে নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। 

বিএম হাসান পৌরশহরের চৌবাড়ীয়া বিশ্বাসপাড়া মহল্লার আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে ও সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্র। 

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্র কিছুদিন আগে তার বাবার কাছ থেকে একটি মোটরসাইকেল চেয়েছিল। কিন্তু পারিবারিক অবস্থা ভালো না হওয়ায় ছেলেকে মোটরসাইকেল কিনে দিতে পারেনি তার বাবা। এতে অভিমান হয় হাসানের। রোববার রাতে বাড়ির লোকজন সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে জানালার গ্রিলের সঙ্গে ছেলের মরদেহ ঝুলে থাকতে দেখেন তার মা।  

এ বিষয়ে থানার এসআই আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, স্কুলছাত্র হাসান তার বাবার কাছে একটা মোটরসাইকেল চেয়েছিল। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত