Ajker Patrika

নাটোরে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার রাজাপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ওই অভিযান পরিচালনা করেন। উপজেলা মৎস্য অফিস এর আয়োজন করে। 

সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর হাটে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি বুঝতে পেরে প্রায় ৪০ হাজার মিটার দৈর্ঘ্যের ৮০০টি নিষিদ্ধ কারেন্ট জাল ফেলে বিক্রেতারা পলিয়ে যায়। পরে জালগুলো জব্দ করে ইউএনওর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

তিনি আরও বলেন, ধ্বংসকৃত জালের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবু বকর সিদ্দিকী ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। জনস্বার্থের জন্য এই অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত