Ajker Patrika

নৌকার সমাবেশে বিএনপির ১ নেতা, বহিষ্কার ৪ জন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নৌকার সমাবেশে বিএনপির ১ নেতা, বহিষ্কার ৪ জন

আসন্ন নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নৌকার প্রার্থীর নির্বাচনী সভায় যোগ দিয়ে ভোট চেয়েছিলেন বিএনপির এক নেতা। এ জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও তিনজনকে বিভিন্ন অভিযোগে দলটি থেকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃত চারজন হলেন রাজশাহীর তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, একই উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হান্নান ও সাংগঠনিক সম্পাদক মানিক। 

গতকাল বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে এই চারজনের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়। 

বহিষ্কার চারজনের মধ্যে মোজাম্মেল হক তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। গত মঙ্গলবার তিনি এই আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্বাচনী সভায় যোগ দেন। সেখানে তিনি এলাকার ভোটারদের উদ্দেশে বলেন, ‘যাঁরা বিএনপির কর্মী-সমর্থক আছেন, তাঁদের কাছে আমার মেসেজ হচ্ছে-আমরা ভোটকেন্দ্রে যাব, ভোট দেব। আমাদের তানোরের গর্ব, তানোরের অহংকার ওমর ফারুক চৌধুরী। তাঁর প্রতীকেই কিন্তু আমরা ভোট দেব।’ 

গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি আবদুল হান্নান বিএনপির ওয়ার্ড কার্যালয় হিসেবে তাঁর ভাড়া দেওয়া একটি দোকান থেকে মালামাল বের করে ফেলে দেন। যুবদল নেতা মাহফুজুর রহমান ডালিম প্রায় ২০ বছর ধরে এই দোকান ঘরটি ভাড়া নিয়ে বিএনপির ওয়ার্ড কার্যালয় হিসেবে চালাচ্ছিলেন। কয়েক মাস ধরে তিনি পালিয়ে থাকার কারণে ভাড়া পরিশোধ করতে পারেননি। এ জন্য দোকান মালিক আবদুল হান্নান সম্প্রতি ভেতর থেকে সব মালামাল বের করে দিয়ে তালা দিয়ে দেন। 

চারজনকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, তানোরের মোজাম্মেল প্রকাশ্যে নৌকায় ভোট চেয়েছেন। তাঁকে বহিষ্কার করা ঠিক আছে। অন্য তিনজনকে কী কারণে বহিষ্কার করা হয়েছে তা আমরা জানি না।

বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি আবদুল হান্নান জানান, বহিষ্কারের কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। কয়েক দিন ধরে এক নেতার সঙ্গে তাঁর একটি দোকানভাড়া নিয়ে বিরোধ চলছে। এখন এটাকে পুঁজি করে তাঁকে বহিষ্কার করা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত