নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আসন্ন নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নৌকার প্রার্থীর নির্বাচনী সভায় যোগ দিয়ে ভোট চেয়েছিলেন বিএনপির এক নেতা। এ জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও তিনজনকে বিভিন্ন অভিযোগে দলটি থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত চারজন হলেন রাজশাহীর তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, একই উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হান্নান ও সাংগঠনিক সম্পাদক মানিক।
গতকাল বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে এই চারজনের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কার চারজনের মধ্যে মোজাম্মেল হক তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। গত মঙ্গলবার তিনি এই আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্বাচনী সভায় যোগ দেন। সেখানে তিনি এলাকার ভোটারদের উদ্দেশে বলেন, ‘যাঁরা বিএনপির কর্মী-সমর্থক আছেন, তাঁদের কাছে আমার মেসেজ হচ্ছে-আমরা ভোটকেন্দ্রে যাব, ভোট দেব। আমাদের তানোরের গর্ব, তানোরের অহংকার ওমর ফারুক চৌধুরী। তাঁর প্রতীকেই কিন্তু আমরা ভোট দেব।’
গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি আবদুল হান্নান বিএনপির ওয়ার্ড কার্যালয় হিসেবে তাঁর ভাড়া দেওয়া একটি দোকান থেকে মালামাল বের করে ফেলে দেন। যুবদল নেতা মাহফুজুর রহমান ডালিম প্রায় ২০ বছর ধরে এই দোকান ঘরটি ভাড়া নিয়ে বিএনপির ওয়ার্ড কার্যালয় হিসেবে চালাচ্ছিলেন। কয়েক মাস ধরে তিনি পালিয়ে থাকার কারণে ভাড়া পরিশোধ করতে পারেননি। এ জন্য দোকান মালিক আবদুল হান্নান সম্প্রতি ভেতর থেকে সব মালামাল বের করে দিয়ে তালা দিয়ে দেন।
চারজনকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, তানোরের মোজাম্মেল প্রকাশ্যে নৌকায় ভোট চেয়েছেন। তাঁকে বহিষ্কার করা ঠিক আছে। অন্য তিনজনকে কী কারণে বহিষ্কার করা হয়েছে তা আমরা জানি না।
বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি আবদুল হান্নান জানান, বহিষ্কারের কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। কয়েক দিন ধরে এক নেতার সঙ্গে তাঁর একটি দোকানভাড়া নিয়ে বিরোধ চলছে। এখন এটাকে পুঁজি করে তাঁকে বহিষ্কার করা হতে পারে।
আসন্ন নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নৌকার প্রার্থীর নির্বাচনী সভায় যোগ দিয়ে ভোট চেয়েছিলেন বিএনপির এক নেতা। এ জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও তিনজনকে বিভিন্ন অভিযোগে দলটি থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত চারজন হলেন রাজশাহীর তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, একই উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হান্নান ও সাংগঠনিক সম্পাদক মানিক।
গতকাল বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে এই চারজনের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কার চারজনের মধ্যে মোজাম্মেল হক তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। গত মঙ্গলবার তিনি এই আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্বাচনী সভায় যোগ দেন। সেখানে তিনি এলাকার ভোটারদের উদ্দেশে বলেন, ‘যাঁরা বিএনপির কর্মী-সমর্থক আছেন, তাঁদের কাছে আমার মেসেজ হচ্ছে-আমরা ভোটকেন্দ্রে যাব, ভোট দেব। আমাদের তানোরের গর্ব, তানোরের অহংকার ওমর ফারুক চৌধুরী। তাঁর প্রতীকেই কিন্তু আমরা ভোট দেব।’
গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি আবদুল হান্নান বিএনপির ওয়ার্ড কার্যালয় হিসেবে তাঁর ভাড়া দেওয়া একটি দোকান থেকে মালামাল বের করে ফেলে দেন। যুবদল নেতা মাহফুজুর রহমান ডালিম প্রায় ২০ বছর ধরে এই দোকান ঘরটি ভাড়া নিয়ে বিএনপির ওয়ার্ড কার্যালয় হিসেবে চালাচ্ছিলেন। কয়েক মাস ধরে তিনি পালিয়ে থাকার কারণে ভাড়া পরিশোধ করতে পারেননি। এ জন্য দোকান মালিক আবদুল হান্নান সম্প্রতি ভেতর থেকে সব মালামাল বের করে দিয়ে তালা দিয়ে দেন।
চারজনকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, তানোরের মোজাম্মেল প্রকাশ্যে নৌকায় ভোট চেয়েছেন। তাঁকে বহিষ্কার করা ঠিক আছে। অন্য তিনজনকে কী কারণে বহিষ্কার করা হয়েছে তা আমরা জানি না।
বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি আবদুল হান্নান জানান, বহিষ্কারের কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। কয়েক দিন ধরে এক নেতার সঙ্গে তাঁর একটি দোকানভাড়া নিয়ে বিরোধ চলছে। এখন এটাকে পুঁজি করে তাঁকে বহিষ্কার করা হতে পারে।
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছেন অফিসগামী যাত্রীরা। শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ঘট
২২ মিনিট আগেআজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে বাহরাইনের মানামা। শহরটির বায়ুমান ১৭৭, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, মিশরের কায়রো ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে...
২৩ মিনিট আগেবরগুনার বিভিন্ন বনাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন সংরক্ষিত বনভূমির শত শত গাছপালা কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে সংরক্ষিত বনাঞ্চলের পাশেই চলছে অবৈধ সব করাতকল। গড়ে উঠছে শত শত ঘরবাড়ি। সহস্রাধিক গাছ কেটে ভুয়া প্রকল্পের মাধ্যমে বনের ভেতর করা হয়েছে প্রশস্ত রাস্তা। গহিন বনের ভে
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে বারবার রেখেছে সাহসিকতার স্বাক্ষর। সর্বশেষ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানেও এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রেখেছে ব্যতিক্রমী ভূমিকা।
১ ঘণ্টা আগে