Ajker Patrika

মন্দিরে উচ্চ স্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে আহত ২, আটক ১

 লালপুর (নাটোর) প্রতিনিধি
মন্দিরে সংঘর্ষের ঘটনায় আলিউল ইসলাম (২১) নামের একজনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত
মন্দিরে সংঘর্ষের ঘটনায় আলিউল ইসলাম (২১) নামের একজনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে শিবমন্দিরে পূজা উদ্‌যাপনের সময় উচ্চ স্বরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনী আলিউল ইসলাম (২১) নামের একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে।

গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল হালদারপাড়া শিবমন্দিরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল হালদারপাড়া গ্রামের সোহেল রানা ও আলিউল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরে রাতে পূজা উদ্‌যাপনের সময় উচ্চ শব্দে গান বাজানোতে আপত্তি জানান মন্দিরসংলগ্ন বাসিন্দা মো. পিন্টু আলী (৪০)। এ সময় একই গ্রামের মো. সোহেল রানার (৪৫) সঙ্গে বিষয়টি নিয়ে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সোহেল রানা ও পিন্টু আলীর ছেলে আলিউল আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সোহেল রানা ও পুলিশ হেফাজতে থাকা আলিউলের চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম।

সংঘর্ষের বিষয়ে ধুপইল হালদারপাড়া শিবমন্দিরের সভাপতি সাধন কুমার বলেন, পূজা উদ্‌যাপনের সময় পিন্টুসহ কয়েকজন বাধা সৃষ্টি করলে স্থানীয় সোহেল রানা প্রতিবাদ করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত